সবুজ ত্রিপুরা
২২ অক্টোবর
শনিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ আলোর উৎসব দীপাবলি, অন্ধকারের দুঃখ কষ্ট গ্লানি মুছে আলোয় আলোকিত হবে গোটা বিশ্ব। আর মাত্র দুই এক দিনের অপেক্ষা, এর পরই শ্যামা মায়ের আরাধনায়
ব্রতী হবে প্রত্যেক ক্লাব উদ্যোক্তা থেকে শুরু করে পূজা উদ্যোক্তারা।আর এর থেকে বাদ যায়নি তেলিয়ামুড়া'ও। তেলিয়ামুড়ার অন্যতম বনেদি ক্লাব কালিটিলা যুব সংস্থা এ বছর ১৭ লক্ষ টাকা বাজেট নিয়ে শ্যামা মায়ের ব্রতী হয়েছে। এ বছর তারা ১০১ রূপে শ্যামা মাকে বরণ করে পূজা করবে। তাতে করে প্রস্তুতি প্রায় শেষ তুলির টান চলছে। কথা প্রসঙ্গে ক্লাব সদস্য
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
অনির্বাণ সরকার জানিয়েছেন,, এবছর নিয়ে তাদের এই পুজো ৩৪ তম বছরে পদার্পণ করল। এবছর তারা এবছর ১০১ রূপে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। তাছাড়া এই ক্লাব এ বছর একগুচ্ছ সামাজিক ও
সাংস্কৃতিক কর্মসূচি হাতে নিয়েছে। ১০১ রূপে শ্যামা মায়ের আরাধনার পাশাপাশি এই ক্লাবের এবছরকার বিশেষ আকর্ষণ পশ্চিমবঙ্গের খ্যাতনামা সংগীত শিল্পী কেশব দে কর্তৃক আগামী ৩১শে সাংস্কৃতিক সন্ধ্যা। তার আশাবাদী এ বছর তাদের এই পুজো মণ্ডপে শত শত দর্শনার্থীরা ভিড় জমাবে।
0 মন্তব্যসমূহ