পানিসাগর মহকুমার অন্তর্গত রামনগর অনাথ আশ্রমের দিঘিতে অনুষ্ঠিত হয় অক্টোবর জাতীয় বিপর্যয় মোকাবিলা দিবস-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২২  অক্টোবর

শনিবার 

পানিসাগর প্রতিনিধিঃ ২১ শে অক্টোবরে পানিসাগর মহকুমার অন্তর্গত রামনগর অনাথ আশ্রমের দিঘিতে অনুষ্ঠিত হয় ১৩ই অক্টোবর 

জাতীয় বিপর্যয় মোকাবিলা দিবস উদযাপন উপলক্ষে পানিসাগর মহকুমা ভিওিক  এক দিবসিয় প্রদর্শনী মুলক প্রশিক্ষন অনুষ্ঠান।এতে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা প্রসাশনের ডেপুটি কালেক্টর গোবিন্দ দেব্বর্মা সহ পানিসাগর মহকুমার বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক বৃন্ধরা।উক্ত মকড্রিল অনুষ্টানে বিশেষত বন্যা পরবর্তী পরিস্থিতি ও আগুন নিয়ন্ত্রণ 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


মোকাবিলার উপর বিশেষ প্রদর্শনী মুলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।এতে অংশ গ্রহণ করেন ১৩ নং ব্যাটেলিয়ন টি,এস,আর,বাহিনির জোয়ান,পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী বৃন্দ সহ 

পানিসাগর ডি,ডব্লিও,এস,দপ্তর সহ অন্যান্য আপদ কালীন দপ্তরের কর্মী বৃন্দরা।এতে বন্যা কবলিত পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ জলে ডুবে যাওয়া মানুষ জনকে আপদ কালীন পরিস্হিতিতে উদ্ধার এবং বাড়ি ঘরে আকস্মিক ভাবে আগুনের লেলিহান পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর বিশেষ প্রশিক্ষন প্রদান করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu