২২ অক্টোবর
শনিবার
পানিসাগর প্রতিনিধিঃ ২১ শে অক্টোবর রাএিতে পানিসাগর মহকুমার অন্তর্গত পশ্চিম পানিসাগর গ্রামের দুই নং ওয়ার্ড এলাকায় গোপন সুএের ভিওিতে হানা দিয়ে ঊনকোটি জেলার ফটিকরায় স্থিত
রাধানগর আসাম রাইফেল ২৯ নং ব্যাটেলিয়ন এবং পানিসাগর থানার যৌথ উদ্দ্যোগে গাঁজা বাজেয়াপ্ত করে।ঘটনার বিবরনে যানা যায় যে,আজ রাএি আনুমানিক নয়টা নাগাদ আসাম রাইফেল জোয়ানেরা মোবাই ট্রেকিং এর সুএ ধরে পানিসাগর পুলিশের সহায়তায় গাঁজা পাচারকারী দের পিছু দাওয়া করে পানিসাগর এলাকার পশ্চিম পানিসাগর গ্রামের দুই নং ওয়ার্ডের বাসিন্দা রতন মনি দাসের বাড়িতে হানা দিয়ে মোট পঞ্চাস কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে।পাশাপাশি বাজেয়াপ্ত করা
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
হয় গাঁজা পাচার কান্ডে অভিযুক্ত টি,আর,০৫ ৩৩২৫ নম্বরের একটি অটোরিকশা সমেত মোট পাঁচ জনকে।এরা হলেন প্রায় শতাধিক বৎসরের বাড়ি মালিক রতন মনি নাথ,পিতা- মৃত দ্বারিকা নাথ,বিপ্লব নাথ,পিতা- রতন মনি নাথ,বাড়ি পশ্চিম পানিসাগর।সহ চালক জাকির হুসেইন,পিতা- মৃত আব্দুল নুর,বাড়ি দামছড়ার গন্ধিটিলা।বিমল চাকমা,পিতা- মৃত চৈএ সেন চাকমা,বাড়ি পেচারথল থানাধিন হলদি ছড়া এলাকায়।আশিষ পাল,পিতা- মৃত আশুতোষ পাল,বাড়ি ধর্মনগর স্থিত রাধা পুর এলাকায়।জানা গেছে পুলিশি হানার আচ পেয়ে অটো চালক আব্দুল খালিক,পিতা- মৃত আব্দুল করিম,বাড়ি পানিসাগর থানাধিন শৈলেন বাড়ি এলাকার বাসিন্দা রাতের আধারে ঐ বাড়ি থেকে পালিয়েযায়।উক্ত অভিযানে নেতৃত্ব দেন ২৯ নং আসাম রাইফেল এর মেজর নরেন্দ্র পাঠক,পানিসাগর থানার ও,সি,রন্জিত দেন নাথ সহ পানিসাগর থানার পুলিশ সহ টি,এস,আর,জোয়ানেরা।
অভিযুক্তদের পানিসাগর থানার পুলিশ জোর জিজ্ঞাসাবাদ জারি রেখে চলেছেন।ঘটনা স্থলে পৌছায় পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌভিক দে।ধৃতদের বিরুদ্ধে এন,ডি,পি,এস,এক্টে মামলা নিয়ে আগামী কাল ধর্মনগর স্থিত জেলা আদালতে সোপর্দ করা হবে।
0 মন্তব্যসমূহ