লক্ষী পূজার রাতে বিদ্যুতের ছোবলে গুরুতর আহত এক নাবালক-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১০  অক্টোবর

সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ লক্ষী পূজার রাতে বিদ্যুতের ছোবলে গুরুতর আহত এক নাবালক। আহত নাবালকের নাম সুরজিৎ মজুমদার। ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায় রবিবার রাতে।

সংবাদে প্রকাশ, নিজ বাড়িতেই লক্ষী পূজার উপলক্ষে লাগানো বাহারি রঙের লাইটের তার থেকে শর্ট হয়ে বিদ্যুতের ছোবলে গুরুতর আহত হয় অজিত মজুমদারের ১০ বছর বয়সী নাবালক সুরজিৎ মজুমদার। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন ওই নাবালককে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বিদ্যুতের ছোবলে 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

গুরুতর আহত ওই নাবালককে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে সঙ্গে সঙ্গে তাকে অক্সিজেন লাগানো হয় এবং তার অবস্থা গুরুতর হওয়াতে প্রাথমিক চিকিৎসার পর তাকে রাজধানী আগরতলার জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য 

স্থানান্তরিত করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। লক্ষী পূজার রাতে বিদ্যুতের ছোবলে নাবালক আহত হওয়ার এই ঘটনা কে কেন্দ্র করে এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu