পানীয় জল সংকট নিরসনের দাবিতে সোনামুড়া টু বক্সনগর জাতীয় সড়ক অবরোধ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১০  অক্টোবর

সোমবার

বক্সনগর প্রতিনিধিঃ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এ ডি সি এলাকার জনগণ। তাদের এক মাত্র ভরসা পাথরের চুইয়ে পড়া জল।

পাহাড়ের চূড়াই একমাত্র তাদের পানীয় জলের উৎস।জল সংকটে দূরীকরণে ব্যর্থ এডিসি প্রশাসন। প্রত্যন্ত এলাকার উপজাতিদের পানীয় জলের সংকট লেগেই থাকে,নেই কোনো ব্যবস্থা।সাম্প্রতিক সময়ে জলের জন্য আন্দোলন হয়নি এমন কোন মহাকুমা বাদ যায়নি। বিভিন্ন জায়গায় জলের সমস্যা নিরসনে প্রশাসন একেবারে ব্যর্থ। চারদিকে শুধু হাহাকার। আর নেতা-মন্ত্রীরা গালভরা ভাষণ দিয়ে যাচ্ছেন। কেউ বলছেন খুব শীঘ্রই বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে, আবার কেউ বলছেন ইতিমধ্যে প্রচুরসংখ্যক বাড়িতে জল পৌঁছে গেছে কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠার পরই রাজ্যের বিভিন্ন স্থানে নাগরিকরা জলের জন্য রাস্তায় নেমে পড়েছেন।প্রশাসনের ভূমিকা কেমন তা নাগরিকদের আন্দোলনের মধ্য দিয়ে বারবার স্পষ্ট হচ্ছে। এমনি জল সংকট এ ভুগছেন সোনামুড়া মহাকুমাদিন ধনিরামপুর এডিসি ভিলেজের 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সাধারণ মানুষেরা। জানা যায় ধনিরামপুর এডিসি ভিলেজের সাধারণ মানুষেরা দীর্ঘ এক মাস ধরে এই জল সংকট থেকে রক্ষা পেতেই শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সোনামুড়া টু বক্সনগর জাতীয় সড়কের মূল ফটকে এই রাস্তা অবরোধ চলে। পরে ঘটনাস্থলে ছুটে যায় বক্সনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার।পরে দীর্ঘ কয়েক ঘন্টা রাস্তা অবরোধ করার পর বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান  সঞ্জয় সরকার অবরোধকারীদের সাথে দীর্ঘ 

আলাপ-আলোচনার পর অবশেষে এলাকাবাসীকে জল পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অবরোধ তোলার ব্যবস্থা করেন।রাস্তার দু'পাশে অবরোধকারীদের জন্য দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীরা।দু'পাশের ছিল প্রচুর পরিমাণে যানবাহন।অবশেষে চেয়ারম্যানের আশ্বাসে এই রাস্তা অবরোধ তুলতে বাধ্য হয় এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu