মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরা হলো না পিতার

সবুজ ত্রিপুরা

১৯  অক্টোবর

বুধবার 

ধর্মনগর প্রতিনিধিঃ ধর্মনগর বাগবাসা এলাকায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ করল স্থানীয় জনগণ। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে ধর্মনগরের বাগবাসা শনিছড়া এলাকার জাতীয় সড়কটি বেহাল দশায় রয়েছে । 

এর ফলে এই এলাকার জনগনদের প্রতিনিয়ত যান দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে । বহুবার বহু স্থানে রাস্তা সারাইয়ের বিষয়ে বলেও কোনোই লাভ হয়নি। এদিকে মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ শনিছড়ার বাসিন্দা সিতাংশু নাথ তার সন্তানকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে বাগবাসা এলাকার পেট্রোল পাম্পের সম্মুখে একটি ট্রাকের ধাক্কায় সিতাংশু নাথ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । খবর দেওয়া হয় ধর্মনগর ফায়ার সার্ভিসে । ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সিতাংশু নাথকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্য চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । চারিদিকে মৃত্যুর খবর ছড়িয়ে 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

পড়তেই স্থানীয় বিক্ষুব্ধ জনগণ প্রথমে বাগবাসা এলাকার দূরাঘটনা স্থলে জাতীয় সড়ক অবরোধ করে।   খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে যান ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক । দীর্ঘক্ষণ অবরোধকারীদের সাথে কথা বলে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন তিনি।অবরোধকারী । কিন্তু স্থানীয় বিক্ষুব্ধ জনগণ সহ শনিছড়া বাজারের ব্যবসায়ীগণ পুনরায় শনিছড়া পেট্রোল পাম্পের সামনে জাতীয় সড়ক অবরোধ করে বসেন । দীর্ঘ সময় চলতে থাকে অবরোধ । ঘটনাস্থলে আবারো ছুটে যান ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক । দীর্ঘক্ষণ অবরোধকারীদের সাথে কথা বলার পর অবরোধস্থলে আসেন পরিবহন দপ্তর,ন্যাশনাল হাইওয়ে অথরিটি, উত্তর জেলার ডেপুটি কালেক্টর,সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক গন।মহকুমা পুলিশ আধিকারিক। সকল আধিকারিক গন মিলে খুব শীঘ্রই বাগবাসা শনিছড়ার জাতীয় সড়ক সংস্কারের 

কাজ শুরু করার আশ্বাস দিলে প্রায় তিন ঘন্টা পর জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে স্থানীয় জনগণ ও ব্যবসায়িরা। এদিকে প্রত্যক্ষদর্শীদের মদতে ঘাতক লরিটিকে চুড়াইবাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।সাথে লরি চালকেও আটক করেছে চুড়াইবাড়ি থানার পুলিশ ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu