ফ্রিডম রাইডার বাইকার র‌্যালিটির একজন রাইডার ভয়াবহ যান দুর্ঘটনার কবলে ত্রিপুরা ত্যাগের সময়-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৯  অক্টোবর

বুধবার 

ধর্মনগর প্রতিনিধিঃ দিল্লি থেকে রওনা হওয়া ‘ফ্রিডম রাইডার বাইকার র‌্যালি’টি মঙ্গলবার দুপুরে ত্রিপুরা ত্যাগের সময় পানিসাগর মহকুমাধিন নোয়াগাঙ এডিসি ভিলেজের লালছড়া এলাকাটি অতিক্রম 

করার সময় একজন রাইডার ভয়াবহ যান দুর্ঘটনার কবলে পরে। প্রসঙ্গত স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে গত ৯ সেপ্টেম্বর   আজাদি কা অমৃত মহোৎসবের স্মরণে দিল্লি থেকে ৭৫ জন ফ্রিডম বাইক রাইডার দেশের প্রতিটি রাজ্য ভ্রমনের লক্ষ্য নিয়ে বের হয়েছিল।  ৯ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করা এই র‌্যালিটি ১৭ টি রাজ্য অতিক্রম করে রবিবার মিজরামের আইজল থেকে উত্তর ত্রিপুরার দামছড়া দিয়ে ত্রিপুরায় প্রবেশ করে। সোমবার আগরতলায় রাত্রিযাপনের পর মঙ্গলবার সকাল সারে সাতটা নাগাদ  

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

রাজ্যে আসা ফ্রিডম রাইডার বাইকার র‌্যালির গোটা দলটি ত্রিপুরার পর শিলচরের উদ্দেশ্যে রওনা হয়। কিন্ত এরি মধ্যে রেলিটি মঙ্গলবার দুপুর আনুমানিক  বারোটা নাগাদ জাতীয় সড়ক ধরে পানিসাগর দিয়ে অতিক্রম কালে সিকিমের গেঙ্গটকের বাসিন্দা আনন্দ বিশ্বকর্মা নামের বাইক রাইডার পানিসাগর মহকুমাধিন 

নোয়াগাঙ এডিসি ভিলেজের লালছড়া এলাকায় জাতীয় সড়কের উল্টদিক থেকে আসা লরির সাথে মুখোমুখি সংঘর্ষে রাস্তায় লুটিয়ে পরে।সঙ্গে সঙ্গেই তার সহ যাত্রারা তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। জানা গেছে সে অল্পেতে প্রাণে রক্ষা পেলেও তার হাতের একটি হাড় ভেঙ্গেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu