১৯ অক্টোবর
বুধবার
ধর্মনগর প্রতিনিধিঃ বুধবার সকালে এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ ধর্মনগর।প্রসঙ্গত ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের কর্মিরা ধর্মনগর পূর্ব থানারোড পুরাতন নর্থ পয়েন্ট স্কুলের সামনে একটি বিদ্যুৎ
খুটিতে উঠে বিদ্যুতের লাইন সারাইয়ের সময় আচমকা বিদ্যুত স্পৃষ্ট হয় এক বিদ্যুত দপ্তরের কর্মি। পরবর্তিতে কিছু সময় পরে উপর থেকে নিচে পরে যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঐ ব্যাক্তিকে নিয়ে ধর্মনগর হাসপাতালে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। মৃত বিদ্যুৎ দপ্তরের কর্মীর নাম সিদ্ধার্থ দাস,বাড়ি ধর্মনগর আলগাপুর এলাকায়। তবে উনার মৃত্যুকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে চারিদিকে।
কেননা উনার এক সহ কর্মি জানিয়েছেন উনি বিদ্যুৎ লাইন সারাইয়ের সময় বিদ্যুৎ ছিন্ন করেই খুটিতে উঠেছিলেন। তবে কি করে ইনি বিদ্যুতের সংস্পর্শে এলেন ? তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। যদিও দপ্তরের এক আধিকারিক বিষয়টি নিয়ে তদন্ত করবেন বলেও জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ