রাজ্য ভিত্তিক বিজ্ঞান নাটক প্রতিযোগিতার ফলাফলে দ্বিচারিতার অভিযোগ এনে উত্তর জেলা শিক্ষা আধিকারিকের দ্বারস্থ গোল্ডেন ভ্যালি হাই স্কুলের ছাত্র-ছাত্রিরা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৮  অক্টোবর

মঙ্গলবার

ধর্মনগর প্রতিনিধিঃ রাজ্য ভিত্তিক বিজ্ঞান নাটক প্রতিযোগিতার ফলাফলে দ্বিচারিতার অভিযোগ এনে উত্তর জেলা শিক্ষা  আধিকারিকের দ্বারস্থ হলো ধর্মনগরের ইংগ্রেজি মাধ্যম বিদ্যালয় গোল্ডেন ভ্যালি হাই স্কুলের ছাত্র-ছাত্রিরা। ঘটনার বিবরণে জানাযায় বিগত ১৫ 

অক্টোবর আগরতলার মুক্তধারা অডিটরিয়ামে রাজ্য ভিত্তিক বিজ্ঞান নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় আটটি জেলা থেকে নির্বাচিত মোট আটটি নাটক পরিবেশিত হয়। অভিযোগ উত্তর জেলা থেকে নির্বাচিত গোল্ডেন ভ্যালি হাই স্কুলের নাটকটি দর্শকদের মন জয় করলেও ফলাফলের সময় উত্তর জেলার নাটক দ্বিতীয় স্থান দখল করে এবং প্রথম স্থান দখল করে নেয় শিপাহীজলা জেলা। পাশাপাশি আরো অভিযোগ হলো বিজ্ঞান নাটক প্রতিযোগিতার নিয়ম 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

অনুযায়ী দশম পড়ুয়া পর্যন্ত অভিনয়ের মাপকাঠি নির্ধারিত থাকলেও প্রথম স্থান দখল কারি শিপাহিজলা জেলার নাটকটিতে একাদশ শ্রেণিতে পাঠরত ছাত্রও রয়েছেন। সেই মোতাবেক প্রথম স্থান দখলকারি নাট্যদলটি নির্ধারিত নিয়ম ভঙ্গ করে নাটক করেছে। তবে সেই নাটক কে কি করে প্রথম হিসেবে ঘোষনা করা হলো বলেও অভিযোগ উঠেছে। সোমবার সকালে উত্তর জেলা তথা ধর্মনগর গোল্ডেন ভ্যালি হাই স্কুলের পড়ুয়ারা তাদের 

যাবতিয় অভিযোগ লিপিবদ্ধ করে উত্তর জেলা শিক্ষা আধিকারিকের নিকট জমা দেন। খুব শীঘ্রই যেন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করার দাবি করা হয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে এগোবে বলে তারা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu