সবুজ ত্রিপুরা
১৮ অক্টোবর
মঙ্গলবার
ধর্মনগর প্রতিনিধিঃ অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে জেলা যুব তৃণমূল কংগ্রেসের চাক্কা জ্যাম সহ বিক্ষোভ প্রদর্শন সংঘটিত হয়। ধর্মনগর থেকে পানিসাগর
মহকুমায় যাওয়ার মূল সড়কের কৃষ্ণপুর সংলগ্ন এলাকায় এই চাক্কা জ্যাম সংঘটিত করা হয়। বর্তমানে পেট্রোল ডিজেল সিএনজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে উটেছে, প্রতিনিয়ত বাড়ছে জিনিসের দাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষের জীবন ওষ্ঠাগত। বাজারে চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, শাকসবজি থেকে শুরু করে এমন কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নেই, যার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে না।নিম্নআয়ের মানুষ যা আয় করছে, তার পুরোটাই জীবনধারণের জন্য ন্যূনতম খাদ্যদ্রব্য ক্রয় করতেই শেষ হয়ে যাচ্ছে।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ইত্যাদির জন্য ব্যয় করার মতো অর্থ তাদের হাতে থাকছে না। আয় যে হারে বেড়েছে, তার চেয়ে কয়েকগুণ বেশি বৃদ্ধি পেয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য। পত্রিকায় লেখালেখি, আলোচনা, সমালোচনা বহু কিছু হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার কোনো উদ্যোগ নেই রাজ্য সরকারের এতে বাড়ছে জনদুর্ভোগ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সব থেকে বেশি কষ্টকর পরিস্থিতিতে পড়েছেন নিম্নবিত্ত, অবসরপ্রাপ্ত সৎ সরকারি কর্মচারী, প্রবীণ জনগোষ্ঠী ও
নিম্নআয়ের মানুষ। ত্রিপুরা উত্তর জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আজকের এই চাক্কাজাম সহ বিক্ষোভের মধ্য দিয়ে প্রতিবাদ জানান পাশাপাশি এ ও জানান যে যতদিন পর্যন্ত দ্রব্যমূল বৃদ্ধির বিষয়ে কোন সূরাহা হয় ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।
0 মন্তব্যসমূহ