সবুজ ত্রিপুরা
১৮ অক্টোবর
মঙ্গলবার
বক্সনগর প্রতিনিধিঃ বক্সনগর কলসীমুড়া স্থিত শ্রীশ্রী রাঁধা গোবিন্দ সেবাধাম কমিটি এবং গোটা বক্সনগর এলাকাবাসীর নিরলস প্রচেষ্টা য়,বিগত বৎসরের ন্যায় এবার ও কাত্তিক মাসে
রাস উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।তারই অঙ্গ হিসেবে রবিবার বিকেলে সকল সনাতন ধর্মাবলম্বী ভক্ত বৃন্দদের কে নিয়ে এক বর্ধিত সভার আহবান করা হইয়াছে।উক্ত সভায় বক্সনগর আর ডি ব্লকের দশ টি গ্রাম পঞ্চায়েত ভক্ত জনেরা উপস্থিত হন। সভায় আলোচনার মাধ্যমে পুরানো রাস উৎসব কমিটির ভেঙ্গে নতুন কমিটি তৈরী করা হয়েছে। রাস উৎসব উপলক্ষে তিন দিনের লীলা কীর্তন পাঠক ভাগবতের মাধ্যমে ভক্তদের মনোবাসনা পরিপূর্ণ রূপ দিতে সাতটি স্থরে কমিটির
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
আত্ম প্রকাশ করা হয়। তবে মেইন কমিটির তিনটি সেগুলো হল উপদেষ্টা কমিটি,সভাপতি মন্ড লী এবং সম্পাদক মন্ড লী।সর্ব মোট ৭১ জন ভক্তদের নিয়েই কমিটি তার মধ্যে রাস উৎসবের সভাপতি প্রশান্ত সরকার, সম্পাদক বিনোদ সরকার,কোশাদক্ষ, নন্দ লাল কর্মকার। আগামী নভেম্বর মাসের ৭,৮,৯ ইং তারিখ রোজ সোমবার,মঙলবার,বুধবার ২০২২ অর্থ্যাৎ বাংলা ১৯,২০,২১ শে কাত্তিক ১৪২৯ ।
পাঠক সমাজ্ঞী কৃষ্ণা মন্ড ল চৌধুরী,বীরভূম কলকাতা।রাধা গোবিন্দ সেবাধাম কমিটির পক্ষ হইতে সকল ধর্মপ্রান ভক্ত বৃন্দদের সানুরাগ উপস্থিতি একান্ত ভাবে কামনা হচ্ছে। উক্ত অনুষ্ঠানটি সার্থক রূপান্তরিত করতে ব্যাপক প্রস্থুতি জোড় কদমে চলছে।
0 মন্তব্যসমূহ