সবুজ ত্রিপুরা
২৯ অক্টোবর
শনিবার
ধর্মনগর প্রতিনিধিঃ গোমতী জেলার, অমরপুর নতুন বাজার, ঝরঝরিয়ার, ADC ভিলেজের উত্তর চেলাগাঙ গ্রাম পঞ্চায়েত পুষ্পপাড়া ৬নং ওয়ার্ডের বাসিদা সুশীল নোয় তিয়ার ছেলে রামচন্দ্র
নোতিয়া, বস ১৮,গত ২২/১০/২২ ইতারিখে সোনামুড়া থা নাদিন পাচনালিয়া পিসির বাড়ীতে এসে, 2দিন থাকার পরপিসির বাডী থেকে ঝগড়া করে বাহির হওয়ার পর আর খুজে পাওয়া যাচ্ছে না ছেলেটি একে বারে বোবা। কথা বলতে পরছেনা। এইদিকে দীর্ঘ সাত দিন অতিরান্ত হয়ে গেলেও ছেলেটির কোন খোঁজ খবর
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
না পেয়ে অসহায় হয়ে ছেলের বাবা সাংবাদিকদের কাছে দ্বারস্ত হলেন। এ বিষয়ে ছেলের বাবা সোনামুড়া থানা একটি নিখোঁজ ডায়েরি করেন। ছেলেটি তার পিসির বাড়ি থেকে বাহির হওয়ার সময় তার পরনে ছিল সাদা প্যান্ট
গায়ে ছিল জামা সে লম্বা ছিল পাসপোর্ট ৫ ইঞ্চি তার দেহের আকৃতি ছিল শ্যাম বর্ন। যদি কেউ তাকে দেখে থাকেন তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন। ৯৪৩৬ ৪১ ২৭ ০৭ ।
0 মন্তব্যসমূহ