সবুজ ত্রিপুরা
৩১ অক্টোবর
সোমবার
বিশালগড় প্রতিনিধিঃ আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঢালাও ভাবে নিজেদের সংগঠন সাজিয়ে তুলছে শাসক দল বিজেপি। এরই অঙ্গ হিসেবে এক বিশেষ সার্ভে শুরু করেছে বিশালগড় বিজেপি মন্ডল।
যার নাম করুন করা হয়েছে জনতার দরবারে, জন প্রতিনিধি। বিশালগড়ের মন্ডল সভাপতি সুশান্ত দেবের উদ্যোগে বিশালগড়ের মোট ১৩টি পঞ্চায়েতে ৩ দিন ধরে চলবে এই সার্ভে। ৩১ অক্টোবর এবং ১লা ও ২রা নভেম্বর ১৩টি পঞ্চায়েতের প্রায় ১৩৫ জন নির্বাচিত সদস্যরা যাবে নিজ নিজ ওয়ার্ডের প্রতিটি পরিবারের কাছে। জানবেন কেমন আছেন তারা। সাথে লিপিবদ্ধ করবেন রাজ্য এবং কেন্দ্র সরকারের কি কি প্রকল্পের সুবিধা পেয়েছেন তারা। আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা, সৌভাগ্য যোজনা এরকম, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বিভিন্ন প্রকল্পের আউতায় কে কি পেয়েছেন, যদি না পেয়ে থাকেন তাদের কাছে সেই সকল প্রকলগুলির সুবিধা অতিসত্বর পৌছে দেওয়া। এই উদ্দেশ্যকে মাথায় রেখেই বিশালগড় মন্ডলের এই অভিনব উদ্যোগ বলে জানিয়েছেন বিশালগড় বিজেপি মন্ডল সভাপতি সুশান্ত দেব । ২৩ এর নির্বাচনের ঠিক আগে জনগনের কাছে পৌছানোর ক্ষেত্রে বিশালগড় বিজেপির এই উদ্যোগ ইতিমধ্যেই আলোচনায়। বিশেষ করে
রাজ্য কমিটির বিভিন্ন পদক্ষেপের মধ্যে বিশালগড় মন্ডলের এই পদক্ষেপ অবশ্যই রাজনৈতিক পরিপক্কতার পরিচয় বহন করে। আর এর মধ্য দিয়ে আবারো বিশালগড়ে সাংগঠনিক দিকে বিরোধীদের থেকে আরও এক পদক্ষেপ এগিয়েই থাকছে বিজেপি।
0 মন্তব্যসমূহ