সবুজ ত্রিপুরা
৩১ অক্টোবর
সোমবার
কদমতলা প্রতিনিধিঃ গত শনিবার রাতে চুড়াইবাড়িতে এসেছেন শাহেদ মোশাররফ ওরফে কটাই মিয়া। চুরাই বাড়ির বিশিষ্ট পাথর ব্যবসায়ী
সেলিম মিয়ার আমন্ত্রনে তিনি ভারতে এসেছেন। কটাই মিয়াকে দেখার জন্য বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মিয়ার বাড়িতে দর্শকদের উপচে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কটাইমিয়ার সাথে কথা বলতে গেলে উনি বলেন গতকাল শনিবার উনি ভারতে এসেছেন আগামী বৃহস্পতিবার উনি বাংলাদেশ চলে য়াবেন আরো বলেন উনার নাটকের অন্যান্য
সদস্যরাও এসেছেন। স্থানীয় চুড়াইবাড়ি কমিউনিটি হলে একটি অনুষ্ঠান করার কথা রয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারতে এসে অনেক ভালবাসা পেয়েছেন বলে শিকার করেন তিনি।
0 মন্তব্যসমূহ