মঙ্গলবার
পানিসাগর প্রতিনিধিঃ উওর জেলার পানিসাগরে অনুষ্ঠিত হয় সি,পি,আই,এম,পানিসাগর বিভাগীয় কমিটির উদ্দ্যোগে ডি,ওয়াই,এফ,আই এবং টি,ওয়াই,এফ এর ডাকে সবার জন্য শিক্ষা,সবার জন্য
কাজ এবং সবার জন্য স্বাস্থ্যের দাবিতে আসন্ন ১৯ শে সেপ্টেম্বরে পানিসাগরে অনুষ্ঠিত নয় দফা দাবি সনদের ভিওিতে সমাবেশকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় সুবিশাল বাইক রেলী।রেলী টি পানিসাগর সি,পি,আই,এম,মহকুমা কার্যালয় থেকে শুরু হয়ে জ্বলাবাসা,রৌয়া,চামটিলা, খাসিয়াবাড়ি,তিলথৈ হয়ে পুনরায় পানিসাগর স্থিত মটর স্ট্যান্ড প্রাঙ্গণে এসে পথ সভার মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।উক্ত রেলীতে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
উপস্থিত ছিলেন সি,পি,আই,এম,উওর জেলা সম্পাদক কমঃ অমিতাভ দও মহাশয়।এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা সম্পাদক কমঃঅজিত দাস,উওর জেলা কমিটির সদস্য কমঃ শীতল দাস মহাশয়েরা।রেলী শেষে পথ সভায় সভাপতিত্ব করেন ডি,ওয়াই,এফ,মহকুমা সভাপতি কমঃ নির্মলেন্দু দাস,ডি,ওয়াই,এফ,আই, মহকুমা সম্পাদক কমঃ রতিশ দাস,টি,ওয়াই,এফ, পানিসাগর মহকুমা সভাপতি বিজয় হালাম মহাশয়।উক্ত
পথ সভায় আলোচনা রাখতে গিয়ে উপস্থিত নেতৃত্বরা বর্তমান শাসক দলের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন।পাশাপাশি আসন্ন ১৯ শে সেপ্টেম্বরে পানিসাগর বিবেকানন্দ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে সকলের উপস্হিতির আহবান করে পথ সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
0 মন্তব্যসমূহ