ছয় ঘন্টার মাথায় ফের পয়ষ‌ট্রি লক্ষ টাকার গাঁজা উদ্ধার চুরাইবা‌ড়ি‌তে।ল‌রি ছে‌ড়ে পলাতক চালক ও সহচালক-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৩ সেপ্টেম্বর

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ  গত কয়দিন ধরে পুলিশি নাকা চেকিংয়ে দফায় দফায় রেকর্ড পরিমান গাঁজা উদ্ধার হচ্ছে বাজারিছড়ার চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোষ্টে।অনুরুপ ভাবে আজ সোমবার সকাল সাড়ে 

আটটা নাগাদ ত্রিপুরার আগরতলা থেকে গুয়াহাটিগামি NL01AA 4976 নম্বরের একটি ছয় চাকার কন্টেইনার লরি ত্রিপুরার সব কয়টি থানা ও পুলিশি চেকপোষ্ট পেরিয়ে অসমের বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি চেক গেইটে প্রবেশ করতেই গেইট ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে কর্তব্যরত নাকা চেকিংয়ের পুলিশ কর্মী লোহিত বরম চন্দ , সানাউর রহমান , এখন লাল দাস ও রাজীব সিং গাড়িটিতে তল্লাশি চালায়।এতে গাড়ির ভিতরে ড্রাইভিং সিটের উপ‌রে থাকা একটি গোপন কেবিন থেকে ত্রিশ প্যাকেটে দু কুইন্টাল চুয়াত্তর কেজি পাঁচ`শ গ্রাম গাঁজা উদ্ধার হয়।যার বাজার মুল্য ত্রিশ লক্ষ টাকার মত হবে বলে জানিয়েছেন ইনচার্জ নিরঞ্জন দাস। এ কান্ডে গ্রেফতার করা হয়েছে লরি চালক ও সহচালককে।তাদের নাম যথাক্রমে পঙ্কজ কুমার ও মনীষকুমার যাদব । 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এতে প্রথম জনের বাড়ি বিহারের আত্মালাগা থানাধীন কল্যাণপুরে ও দ্বিতিয় জনের বাড়ি একই এলাকার বাহাদুরপুর গ্রামে।পুলিশ ধৃতদের বিরুদ্ধ সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করার পাশাপাশি এদিনই তাদেরকে বাজারিছড়া থানায় সমঝে দেওয়া হয়।মঙ্গলবার ধৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সুত্রে জানা গেছে।এদি‌কে উক্ত অ‌ভিযা‌নে প্রায় ছয় ঘন্টার মাথায় ফের এক‌টি সব‌জি বহনকা‌রি চার চাকার ক‌েন্টার গা‌ড়ি ‌থে‌কে বিপুল প‌রিমান গাঁজা জব্দ ক‌রে স্থানীয় পু‌লিশ।জানা গে‌ছে আজ দুপুর দু‌টো নাগাদ ত্রিপুরা থে‌কে AS01C  8339 নম্ব‌রের এক‌টি খা‌লি কেন্টার গা‌ড়ি‌টি ত্রিপুরা সীমান্ত অ‌তিক্রম ক‌রে অস‌মের চুরাইবা‌ড়ি পু‌লিশ গেইটে পৌ‌ছে কর্তব‌্যরত পু‌লিশ কর্মী‌দের সিগন‌্যাল উ‌পেক্ষা ক‌রে পালা‌নোর চেষ্টা ক‌রে।প‌রে পু‌লিশ পলায়নরত গা‌ড়ি‌টির পিছু ধাওয়া ক‌রে গা‌ড়ি‌টি পান বাজার এলাকা থেকে আটক কর‌তে সক্ষম হ‌লেও চালক ও সহ চালক পা‌লি‌য়ে যে‌তে সক্ষম হয়।

উক্ত গা‌ড়ি‌তে থাকা বি‌ভিন্ন সব‌জির খাঁচা থে‌কে উদ্ধার হয় দশ কে‌জির ৫২ প‌্যা‌কেট,পাঁচ কে‌জির ২০ প‌্যা‌কেট ও তিন কে‌জির ১১ প‌্যা‌কেট গাঁজা।এ‌তে মোট ছয় কুইন্টাল তিপান্ন কে‌জি গাঁজা জব্দ করা হয়।যার বাজার মুল‌্য প্রায় পয়ষ‌ট্রি লক্ষ টাকার মত হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন গেইট ইনচার্জ নিরঞ্জন দাস। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu