ধর্মনগর পূর্ব বাজারে পুর পরিষদের হানা,বুল ড্রোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে বেশ কয়েকটি দোকান-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২১ সেপ্টেম্বর

বুধবার

ধর্মনগর প্রতিনিধিঃ ধর্মনগর পূর্ব বাজারে পুর পরিষদের হানা,বুল ড্রোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে বেশ কয়েকটি দোকান, ভাঙ্গা দোকান ঘর থেকে প্রচুরে ভেজালি দেশি ও চোলাই মদ উদ্ধার হয়েছে, 

ধর্মনগর পূর পরিষদের পক্ষ থেকে বাজার কমিটির সাথে বৈঠক করে আজেই বলা হয়েছিল ধর্মনগর বাজারে অবৈধ মদ বিক্রি বন্ধ করতে, কিন্তু কিছু কিছু দোকানে মদ বিক্রি বন্ধ হচ্ছিল না,  আজ অবশেষে ৫-৭ টি দোকান পুর পরিষদের তরফে ভেঙ্গে ফেলা হয়েছে, এই খবর জানিয়ে পূর পরিষদের চেয়ারম্যান 

প্রদ্যোত দে সরকার বলেন পুর পরিষদ প্রথমে সপথ নিয়েছি ধর্মনগর কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, সেই মোতাবেকই কাজ করা হচ্ছে,  দীর্ঘ দিন ধরেই বাজারে মদ বিক্রির কারনে পরিবেশ খারাপ ছিল,  অনেক বার বলার পরেও তারা মদ বিক্রি বন্ধ করছিল না তাই বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে হয়েছে পুর পরিষদ এর পক্ষে। 

গোটা শহর জুড়ে মানুষ পুর পরিষদ এর ভুমিকায় প্রশংসায় পঞ্চমুখ হয়লেও বাজারে কিন্তু গুঞ্জন অন্যধরনের,  গুঞ্জন চলছে পুর পরিষদ পক্ষ থেকে যে সব দোকান ভাঙা হয়ে তা শুধু ৩০ শতাংশ,  অধিকাংশ অবৈধ মদের ঠেক নাকি রয়ে গেছে,সব কটি মদের দোকান কেন ভাঙ্গা হল তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu