ভারতীয় জনতা পার্টির ও,বি,সি,মোর্চার সাংঘটনিক বৈঠক-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২ সেপ্টেম্বর

শুক্রবার

পানিসাগর প্রতিনিধিঃ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্ব রৌয়া সুরেন্দ্র নাথ স্মৃতি হলে অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির ও,বি,সি,মোর্চার 

সাংঘটনিক বৈঠক।এতে পৌরহিত্য করেন পানিসাগর বিধানসভা মাননীয় বিধায়ক বিনয় ভুষন দাস মহাশয়।এছাড়াও উপস্থিত ছিলেন ও,বি,সি,মোর্চার সর্ব ভারতীয় সম্পাদিকা কৃষ্ণা মাহাতো,ও,বি,সি,মোর্চার প্রদেশ সভাপতি তথা এডভোকেট প্রদিপ কুমার নাথ,ও,বি,সি,মোর্চার প্রদেশ সদস্য বিশ্বজিত নাথ,ও,বি,সি,মোর্চার সর্ব ভারতীয় নেতৃত্ব প্রদ্যোত ঘোষ,ও,বি,সি,মোর্চার পানিসাগর মন্ডল সভাপতি বিরেন্দ্র চন্দ্র নাথ,

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ও,বি,সি,মোর্চার মহকুমা নেতৃত্ব বিকাশ শর্মা,ও,বি,সি,মোর্চার জেলা সভাপতি প্রদিপ নাথ মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।উক্ত সাংঘটনিক বৈঠকে অংশ গ্রহণ করেন গেটা উওর জেলার ও,বি,সি,মোর্চার সকল সদস্য সদস্যা বৃন্ধরা।উপস্থিত নেতৃত্বরা একে একে ও,বি,সি,সম্প্রদায় ভুক্ত জনগনের 

বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার বিস্তারিত বিবরন তথ্য সহকারে আলোচনা করেন।পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ও,বি,সি,মোর্চার সাংঘটনিক শক্তি বৃদ্ধিতে বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়িত করার আহবান রাখেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu