সবুজ ত্রিপুরা
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করলো এক বি.এস.এফ জওয়ান। সে ৮০নম্বর বি এস এফ বাহিনীতে কর্মরত।
আত্মঘাতী জওয়ানের নাম বালুরাম কুড়ি (৩২)। ঘটনার তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল স্থিত বি.এস.এফ হেড কোয়ার্টারে শুক্রবার।সে বর্তমানে সেক্টর হেড কোয়ার্টার খাসিয়া মঙ্গলে কর্মরত। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে তেলিয়ামুড়া থানার পুলিশ ও ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছায়।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
কি কারণে এই ঘটনা আত্মহত্যা, তা বলতে নারাজ । যদিও বাহিনীর সূত্রে খবর পারিবারিক কোন এক বিষয়কে কেন্দ্র করে নিজের রাইফেলের গুলিতে আত্মঘাতী হয় ওই জওয়ান।বাহিনীর সূত্রের খবর,, গতকাল তথা বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত ডিউটিরত অবস্থায় ছিল। এর মধ্যে কোন এক সময় নিজের বন্দুকের গুলিতে আত্মঘাতী হয় ওই জওয়ান।
জানা গেছে,,, আগরতলা থেকে ফরেন্সিক এক্সপার্টরা জওয়ানের মৃতদেহের পরীক্ষা-নিক্ষার পর ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হবে। তবে জওয়ানের আচমকাই মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
0 মন্তব্যসমূহ