সবুজ ত্রিপুরা
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ যাত্রী বাহী গাড়ি দিয়ে পাচার কালে স্থানীয়দের হাতে আটক গাঁজা সহ এক ব্যক্তি। ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় শুক্রবার।
জানা যায়, আগরতলা থেকে একজন যাত্রী তথা পান্ডে রাম রিয়াং নামে এক ব্যক্তি তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট আসার পর গাড়ির চালক সন্দেহ হয় ব্যাগের মধ্যে কোন কিছু একটা রয়েছে। সেই ব্যাগটি খোলা মাত্রই বেরিয়ে আসে গাজার প্যাকেট। গাড়ির চালক স্থানীয় লোকজনের কাছে বিষয়টি জানালে এই ব্যক্তি সহ গাঁজাগুলি চাকমাঘাট এলাকার CRPF ৭১ নং ব্যাটেলিয়ানের চাকমাঘাট স্থিত ক্যাম্পের CRPF
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
জোয়ানদের হাতে তুলে দেয় স্থানীয়রা। পরবর্তীতে এই ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানাকে, ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ চাকমাঘাট স্থিত CRPF ৭১ নং ব্যাটেলিয়ানের ক্যাম্পে যায় এবং CRPF জোয়ানরা ওই ব্যক্তিকে গাঁজা সহ তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। ওই ব্যক্তির কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪ প্যাকেটে মোট ৭ কেজি গাঁজা সহ একটি মোবাইল ফোন। গাঁজা সহ আটক ওই ব্যক্তির নাম পান্ডে রাম রিয়াং। জানা যায়,
আটকৃত গাঁজার কালোবাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। পরবর্তী তেলিয়ামুড়া থানার পুলিশ গাঁজা সহ আটক ওই ব্যক্তিকে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে এবং ওই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ।
0 মন্তব্যসমূহ