সবুজ ত্রিপুরা
বুধবার
পানিসাগর প্রতিনিধিঃ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পুর্ব রৌয়া গ্রাম পন্চায়েত কার্যালয় সংলগ্ন চামটিলা জ্বলাবাসা প্রধান সড়কের উপর ঘটে এক যান দূর্ঘটনা।ঘটনার বিবরনে যানা যায় যে,পুর্ব জ্বলাবাসা গ্রামের এক নং
ওয়ার্ডের বাসিন্দা রন্জিত নাথ এর কলেজ পড়ুয়া পুএ রাজেশ দেব নাথ ও একই এলাকার বাসিন্দা মৃত ক্ষিতীশ দেব নাথ এর পুএ রাজেশ দেব নাথ এবং একই এলাকার শম্ভু চন্দ্র দেব নাথের পুএ সোহম দেব নাথ তিন জনে মিলে একই বাইকে চেপে ধর্মনগর কলেজ থেকে টি,আর,০৫ সি,৪৮৭১ নং বাইক নিয়ে জ্বলাবাসা স্থিত বাড়িতে ফেরার পথে প্রচন্ড গতিতে ঐ এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রৌয়া গ্রামের পাচ নং ওয়ার্ডে বাসিন্দা মৃত বাদল নাথের বএিশ বর্ষিয়া পেষায় দিনমজুর পুএ বাপি নাথ কে সজোরে আঘাত করলে ঘটনা স্হলে রাস্থার পাশে লুটিয়ে পড়ে বাপি।দূর্ঘটনার পর পরই বিকট শব্দে আসপাশ এলাকার লোকজন জড়ো হয়।স্থানীয় এক অটো চালকের তৎপরতায় তড়িঘড়ি বাপিকে নিয়ে যাওয়া হয় জ্বলাবাসা প্রাথমিক স্বাস্হ্য কেন্দ্রে।কর্তব্যরত চিকিৎসকগন জানান বাপির একটি পায়ের হাড় ভেঙে গেছে।বাপির পায়ের অবস্থার বেগতিক দেখে তড়িঘড়ি পাটিয়ে দেওয়া হয় পানিসাগর মহকুমা হাসপাতালে।পানিসাগর হাসপাতালের চিকিৎসকগন প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় ধর্মনগর স্হিত জেলা হাসপাতালে।দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্হলে পৌছায় পানিসাগর থানার পুলিশ।অভিযুক্ত বাইকটিকে নিয়ে আসে পানিসাগর থানার হেফাজতে।এই দূর্ঘটনার খবর সংগ্রহ করতে গেলে স্থানীয় সংবাদমাধ্যমের কর্মীদের দূর্ঘটনায় জড়িত সোহম দেব নাথ সঠিক তথ্য দিতে অসম্মতি প্রকাশ করে।এমনকি বাইক চালক রাজেশ নাথ কেও সঠিক তথ্য গোপন রাখতে বারন করে। কলেজ পড়ুয়া ছাত্রদের লাইসেন্সবিহীন বাইক চালানোর ঘটনা ও হওয়ার ঘটছে।
ট্রাফিক প্রশাসন এসব দেখে ও না দেখার জন্য এমন দুর্ঘটনা অহরহর করছে।দূর্ঘটনার প্রত্যক্ষদর্শিরা জানায় বাইকটির আসল মাকিক মৃত ক্ষিতীশ দেব নাথের পুএ রাজেশ দেব নাথ।একটি বাইকে চেপে তিন জনে মাএাতিরিক্ত গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নিরীহ পথ চারিকে আঘাত করে।প্রত্যক্ষ দর্শিদের অভিমত একই বাইকে চালক সহ তিন জন আরোহী ছিলো।
দূর্ঘটনার পর পরই চালক রাজেশ নাথ এবং বাইকে থাকা সোহম দেব নাথ কৌশল করে ভীড়ের মধ্যে বাইক মালিক রাজেশ দেব নাথ কে সরিয়ে ফেলে।তিন জনে মিলে একই বাইকে চেপে দূর্ঘটনার কবলে পরে নিজেদের আড়াল করতে সোহমের বুদ্ধি মওায় পরিএান পায়নি স্থানীয় সংবাদ মাধ্যমের হস্তক্ষেপে।এই নিয়ে পানিসাগর থানার পুলিশ একটি দূর্ঘটনা জনিত মামলা নিয়ে তদন্ত কার্য অব্যাহত রেখেছে।
0 মন্তব্যসমূহ