৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২১ সেপ্টেম্বর

বুধবার

বিশালগড় প্রতিনিধিঃ  আসন্ন শারদীয় উৎসবকে কেন্দ্র করে বিশালগড়ের বিভিন্ন ক্লাব দূরপাল্লার বিভিন্ন বড় মাল গাড়ি আটকে চূড়ান্ত চাঁদাবাজির জুলুম শুরু করেছে কিছুদিন যাবত। বিশালগড় বাইপাসে চলছে এই চাঁদাবাজি। আর যদি কোনো কারণে হাতের নাগালে চলে আসে নেশা সামগ্রী তাহলে তো আর কথাই নেই। 

মাল সমেত গায়েব করে দেওয়া হচ্ছে গাড়ি বাইক। মঙ্গলবার রাতেও ঘটল এমনই একটি ঘটনা। বিশালগড় থানাধীন উত্তর নারাউড়া এলাকার স্মৃতি পরিমল সংঘ ক্লাবে অন্যান্য বৎসরের মতো এবারও আয়োজিত হবে দূর্গা পূজা। এই পূজাকে কেন্দ্র করে রাস্তায় গাড়ি আটকানোর জন্য ৩০-৪০ জন ক্লাব সদস্য রাস্তায় উৎপেতে বসে। তখনই নারাউরা টিলা এলাকার নেশা কারবারি আশীষ উদ্দিন উরফে ফারুক দুই বস্তায় প্রায় ৩০০-৪০০ বোতল ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল। তখন পরিমল স্মৃতি ক্লাবের সদস্যরা তাকে ধাওয়া করলে সে বাইক এবং ফেন্সিডিল গুলি ফেলে পালিয়ে যায়। পরে ক্লাবের সদস্য 

আশীষ ধর উরফে সান্টুর নেতৃত্বে বাইক এবং মাল গুলি গায়েব করে ফেলা হয়। কিন্তু এই খবর চলে যায় সিপাহীজলা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে। গোয়েন্দা শাখার তরফে বিশালগড় থানায় খবর পাঠানো হলে বুধবার বিশালগড় থানার পুলিশ নারাউরায় ছুটে গিয়ে একপ্রস্ত নাটক মঞ্চস্থ করে। প্রথমে তল্লাসী করে ক্লাব সদস্য সান্টুর বাড়িতে। তল্লাসী চালিয়ে হাতে লাগেনি কিছু। তারপর তল্লাসী চালানো হয় অপর ক্লাব সদস্য পরিতোষ দাসের বাড়িতে। সেখানেও কিছু মিলেনি পুলিশের হাতে। ততক্ষণে মালগুলি মূল জায়গা থেকে অন্যত্র সরিয়ে ফেলা হয় বলে সূত্রের খবর। অবস্থা বেগতিক দেখে ক্লাবের একটু দূরে এক বাড়ির পাশে TR07B6668 নম্বরের বাইকটিকে দাঁড় করিয়ে বাইকের উপরে একটি বস্তায় ৭০ বোতল ফেন্সডিল  রেখে দেওয়া হয়। পুলিশ সেখান থেকে বীরত্ব দেখিয়ে বাইক ও ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে। অথচ সেখান থেকে গায়েব 

হয়ে গেছে আরও প্রায় ৩৩০ বোতল ফেন্সডিল, অধরা রয়েগেছে ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকে। ঘটনায় কারোর বিরুদ্ধে মামলা নিতে সাহস দেখায়নি পুলিশ। অথচ জেলা গোয়েন্দা শাখার কাছে ঘটনায় যুক্ত সকলের নাম ধাম সহ সমস্ত তথ্য রয়েছে বলে খবর। বিশালগড় থানবাবুদের এহেন কাণ্ডে হতবাক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu