সবুজ ত্রিপুরা
বুধবার
পানিসাগর প্রতিনিধিঃ উওর জেলার পানিসাগর ব্লক কংগ্রেসের উদ্দ্যোগে ভারতীয় জাতীয় কংগ্রেসের আহবানে অনুষ্ঠিত হয় ভারত জোড়ো পদ যাএা।উক্ত পদ যাএাটি অনুষ্ঠিত হয়
পানিসাগর মহকুমার অন্তর্গত চামটিলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে রৌয়া হয়ে জ্বলাবাসা বাজার পরিক্রমা করে জ্বলাবাসা কংগ্রেস ভবনের সামনে এক পথসভায় মিলিত হয়।উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন পানিসাগর ব্লক কংগ্রেস সহ সভাপতি মঃআব্দুল খালেখ।এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর ব্লক কংগ্রেস সভাপতি সুকেন্দু ভট্টাচার্য,উওর জেলার সহ সম্পাদক তথা পি,সি,সি,সদস্য কেবল নন্দী,ধর্মনগর ব্লক কংগ্রেস সভাপতি পরিমল চক্রবর্তী,পি,সি,সি,সদস্য
বিজন মালাকার এবং পি,সি,সি,সদস্যা সংগীতা দাস,উওর জেলার ভার প্রাপ্ত সম্পাদক পঙ্কজ কান্তি দে,মহিলা কংগ্রেসের সভাপতি দীপ্তি রায়,জেলা সেবাদল সভাপতি প্রিয়তোষ দেব নাথ সহ পানিসাগর ব্লক কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব গৌরাঙ্গ দাস তালুকদার এবং মদন মোহন নাথ সহ অন্যান্য দলীয় সমর্থকেরা।উক্ত পদ যাএায় প্রায় শতাধিক কংগ্রেস দলীয় সমর্থকেরা অংশ গ্রহণ করেন।পদযাএা শেষে পথ সভায় উপস্থিত নেতৃত্বরা বর্তমান শাসক দল বি,জে,পি,এর জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন।
ভারত বর্ষের কন্যা কুমারী থেকে কাশ্মীর পর্যন্ত আসমুদ্র হিমাচল পর্যন্ত জাতীয় কংগ্রেসের উদ্দ্যোগে রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাএার কর্মসূচি জারি রাখা হয়।এরই ফলশ্রুতিতে আজকের এই পদযাএা কর্মসূচি সংঘটিত হয় চামটিলা থেকে জ্বলাবাসা বাজার পর্যন্ত।
0 মন্তব্যসমূহ