রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পথ সঞ্চালন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৭ সেপ্টেম্বর

মঙ্গলবার 

নিজেস্ব প্রতিনিধিঃ সংঘের কেউ শক্র নয় সবাই মিত্র৷ রাষ্ট্র সর্বোপরি সবাই মিলে ভারতকে আমরা বৈভব শালী বানাবো। চুরাইবাড়ি -কদমতলার রাজপথ কাপালো স্বয়ংসেবকরা। 

রাষ্ট্রীয় স্বয়ংসেবক উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে   আজ বিকাল ৪ ঘটিকায় ও মহালয়ার পূর্ণ তিথিতে রাষ্ট্রীয় সংঘের সঞ্চালন অনুষ্ঠিত হয়। আজকের এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পদ সঞ্চালনে উত্তর ত্রিপুরা জেলার সবকটি শাখা থেকে প্রায় ১০০০ খানেক স্বয়ং সেবকরা অংশগ্রহণ করেন । আজকের এই পদ সঞ্চালনে 

যেমন স্বয়ংসেবকদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য তেমনি কদমতলা চুরাইবাড়ি এলাকার মায়েদের উপস্থিতি ছিল লক্ষণীয় । আজকের এই পদ সঞ্চালন টি শুরু হয় চুরাইবাড়ি দ্বাদশমান  বিদ্যালয় মাঠ থেকে সঞ্চালনটি শুরু হয় এবং প্রেমতলা হয়ে কদমতলা বাজার পরিক্রমা করে কদমতলা মোটর স্যান্ডে এসে সমাপ্ত হয় । 

আজকের এই পদ সঞ্চালনে উপস্থিত ছিলেন  প্রান্ত বৌদ্ধিক প্রমুখ, বিভাগ প্রচার, জেলা সংঘ চালক ,জেলা কার্যবাহকসহ জেলার অন্যান্য কার্যকর্তা বৃন্দরা । পথ সঞ্চালনের সময় মহিলা উলুধ্বনি ও ফুল ছিটিয়ে অভিবাদন জানায় স্বয়ং সেবক দের। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu