সবুজ ত্রিপুরা
মঙ্গলবার
নিজেস্ব প্রতিনিধিঃ মুখে কালা কাপড় বেঁধে বাড়িতে ঢুকে চার থেকে পাঁচজন দুষ্কৃতিকারী এক যুবককে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে জঙ্গলে ফেলে রেখে চলে যায়। ঘটনা সোমবার রাত্রি সাড়ে এগারোটায় চরিলাম আরালিয়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর
ওয়ার্ড উত্তর মুড়া এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, গোটা গ্রাম জুড়ে। জানা গেছে অন্যান্য দিনের মতো সোমবার রাতেও বছর ২৬ এর যুবক আমির হোসেন পেশায় টাইলস মিস্ত্রি রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়ে। স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় ঘরের মধ্যে একাই ছিল আমীর হোসেন। আমিরের মা সবাইকে খাইয়ে নিজের ঘরে ঘুমুতে যাবে এমন সময় আমিরের চিৎকার শুনতে পেয়ে দৌড়ে আসে আমিরের ঘরে। এমন সময় চার থেকে পাঁচজন দুষ্কৃতী মুখে কালা কাপড় বাঁধা অবস্থায় আমিরের মা সেলিমা আক্তারকে লাথি মেরে ফেলে দেয়। দুষ্কৃতিকারীদের লাথিতে আঘাত পেয়ে মাটিতে পড়ে যায় আমিরের মা। চার থেকে পাঁচজন দুষ্কৃতীকারি গভীর জঙ্গলে নিয়ে প্রচন্ড ভাবে মারধর করে আমিরকে
ফেলে রেখে চলে যায়। আমিরের মার চিৎকারে গোটা গ্রামের মানুষ ছুটে আসে আমির হোসেনের বাড়িতে। তারপর গোটা এলাকায় খোঁজাখুঁজি শুরু হয়। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না আমির হোসেনকে। গোটা গ্রামের মানুষ ভেবেছিল হয়তো গরু চোর বা ডাকাত এসেছে গ্রামে। পরে সিপাহীজলা অভয়ারণ্যের জঙ্গলের মধ্যে আমিরকে গুরতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসী। তাকে জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে।
কারোর সঙ্গে তার কোনো ঝগড়া বিবাদ ছিলনা বলে জানায় স্থানীয়রা। কারা এমন ঘটনা ঘটলো, কি কারণেই বা ঘটালো তা নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। পরে ঘটনার খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টির তদন্ত শুরু করছে।
0 মন্তব্যসমূহ