সবুজ ত্রিপুরা
শনিবার
সবুজ ত্রিপুরা প্রতিনিধিঃ ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় রাজ্যের এক সনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান, বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো গত
বিশেষ কোন সমস্যা আছে বলে মনে হয় না, কিন্তু পরিচালনা ও ব্যবস্থাপনা গত ত্রুটি রয়েছে বলে মনে হয়। ঘটনার বিবরণের প্রকাশ গত প্রায় কয়েক মাস ধরে মহাবিদ্যালয়ের বিজ্ঞান ভবনের দরজা ও জানালা একটি/দুটি করে চুরি করে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
নিয়ে যাচ্ছে চোরের দল । অথচ মহাবিদ্যালয়ে বেসরকারি সিকিউরিটি গার্ড ও নিযুক্ত রয়েছে পাহারা প্রদান করার জন্য । উপরের উল্লেখিত এই ছুড়িকাণ্ড ঘটার পরও মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষ তথা প্রিন্সিপাল কোন এক অজ্ঞাত কারণে এখনো শীতঘুমে রয়েছেন । সূত্রের খবর আগামী কয়েকদিনের মধ্যে NAAC এর
একটি প্রতিনিধি দল মহাবিদ্যালয় পরিদর্শনে আসছেন তাই শুনে উনাদের শীত ঘুম হঠাৎ করে ভেঙ্গে গেল ও ধর্মনগর থানার দারস্ত হলেন মহাবিদ্যালয় কর্তৃপক্ষ । কিন্তু প্রশ্ন হল বেসরকারি সিকিউরিটি গার্ড নিযুক্ত থাকার পরও কিভাবে সরকারি মহাবিদ্যালয়ে এই ছুটি কান্ড সংগঠিত হয় । এখন দেখার বিষয় এই যে কি সূত্র ধরেও বা থানা বাবুর তাদের তদন্ত প্রক্রিয়া শুরু করেন ।
0 মন্তব্যসমূহ