ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে, চুরের হাত সাফাই-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা

৩ সেপ্টেম্বর

শনিবার

সবুজ ত্রিপুরা প্রতিনিধিঃ ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় রাজ্যের এক সনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান, বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো গত 

বিশেষ কোন সমস্যা আছে বলে মনে হয় না, কিন্তু পরিচালনা ও ব্যবস্থাপনা গত ত্রুটি রয়েছে বলে মনে হয়। ঘটনার বিবরণের প্রকাশ গত প্রায় কয়েক মাস ধরে মহাবিদ্যালয়ের  বিজ্ঞান ভবনের দরজা ও জানালা একটি/দুটি করে চুরি করে 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

নিয়ে যাচ্ছে চোরের দল । অথচ মহাবিদ্যালয়ে বেসরকারি সিকিউরিটি গার্ড ও নিযুক্ত রয়েছে পাহারা প্রদান করার জন্য । উপরের উল্লেখিত এই ছুড়িকাণ্ড ঘটার পরও মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষ তথা প্রিন্সিপাল কোন এক অজ্ঞাত কারণে এখনো শীতঘুমে রয়েছেন । সূত্রের খবর আগামী কয়েকদিনের মধ্যে NAAC এর 

একটি প্রতিনিধি দল মহাবিদ্যালয় পরিদর্শনে আসছেন তাই শুনে উনাদের শীত ঘুম হঠাৎ করে ভেঙ্গে গেল ও ধর্মনগর থানার দারস্ত হলেন  মহাবিদ্যালয় কর্তৃপক্ষ । কিন্তু প্রশ্ন হল বেসরকারি সিকিউরিটি গার্ড নিযুক্ত থাকার পরও কিভাবে সরকারি মহাবিদ্যালয়ে এই ছুটি কান্ড সংগঠিত হয় । এখন দেখার  বিষয় এই যে কি সূত্র ধরেও বা থানা বাবুর তাদের তদন্ত প্রক্রিয়া শুরু করেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu