সবুজ ত্রিপুরা
শনিবার
নিজস্ব প্রতিনিধিঃ জঙ্গি যোগের অভিযোগে সম্প্রতি আসামরাজ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে একটি মাদ্রাসা। এ কান্ডে বিতর্কের রেশ না কাটতেই আবার ও হুংকার দিলেন আসাম সরকারের মুখ্যমন্ত্রী
ডঃ হিমন্ত বিশ্বশর্মা। তাঁর স্পট বার্তা, কোনও মাদ্রাসায় ভারত বিরোধী কাজ হলে সেদিকে গুঁড়িয়ে দেওয়া হবে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হিমন্ত বলেন, মাদ্রাসা গুলিকে ধবংস করা কখনওই আমাদের সরকারের উদ্দেশ্যে নয়।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
তবে সেখানে যাতে জেহাদি কার্যকলাপ না হয় সেদিকের আমরা নজর রাখছি। তবে, আমরা যদি নির্দিষ্টভাবে তথ্য পাই যে মাদ্রাসার আড়ালে কোনও ভারত বিরােধী কার্যলাপ হচ্ছে, সে ক্ষেত্রে সেগুলিকে ভেঙে ফেলা হবে।
উল্লেখ্য, কিছুদিন আগে আসামে বাংলাদেশি জঙ্গি ঢুকেছে বলে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এরপর থেকে ব্যাপক ধরপাড়ক শুরু হয়েছে রাজ্যে। এখন ও অবধি ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অনেকেই মাদ্রাসার ইমাম ও শিক্ষক।
0 মন্তব্যসমূহ