সবুজ ত্রিপুরা
শনিবার
বিশালগড় প্রতিনিধিঃ রামনগর আগুন নেভাতে গিয়ে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি দুর্ঘটনায় উল্টে গিয়ে আহত ৬ জন অগ্নিনির্বাপক
দপ্তরের জোয়ান শুক্রবার রাত বারোটায়, খবরে প্রকাশ বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে খবর আছে শুক্রবার রাত বারোটায় রামনগর জনজাতি এলাকায় আগুন লাগে, সে খবর পেয়ে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের TR01B1103 নাম্বারে একটি ইঞ্জিন বোঝাই গাড়ি নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিলেন রামনগর কাঁচা মাটির রাস্তা হয় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
উল্টে গিয়ে জমিতে পড়ে যায়। দুর্ঘটনা ফলে আহত হন অরূপ রায় রূপে সুমন, অর্জুন দেববর্মা বিনয় দেববর্মা রাজীব ঘোষ জগদীশ দেববর্মা বিশ্বজিৎ দেববর্মা নামে ৬ জন অগ্নি নির্বাপক দপ্তরে জোয়ান,
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস সহ প্রশাসনে উচ্চপদস্থ আধিকারিকরা উভয় ই আহত জওয়ানদের বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। শনিবার সকাল আটটা পর্যন্ত দুর্ঘটনা গ্রস্থ গাড়িটি জমিতে পড়ে রয়েছে ।
0 মন্তব্যসমূহ