সবুজ ত্রিপুরা
সোমবার
বক্সনগর প্রতিনিধিঃ কথায় আছে আজকের ছাএ ছাএীরা আগামীদিনের ভবিষ্যতের উজ্জ্বল নক্ষএ। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ,মরিতে চাহিনা আমি,এই সুন্দর ভূবনে,বাঁচিবারি চাহি,আমি মানবের মাঝে ।
তাইতো আমরা বাঁচার মতো বাচতে হলে পরিবেশ সুস্থ সবল রাখার জন্য এই সমাজের ছাএ ছাএীদের পাশাপাশি আবাল বৃদ্ধ বনিতা সকলকেই এগিয়ে আসতে হবে প্লাষ্ঠীক ব্যবহার বন্ধ করতে ।বিশ্বকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার সচেতনতা মূলক আলোচনা চক্রে শিক্ষকরা বলেন সমস্থ ধরনের প্লাষ্ঠীক জাতীয় ,পেকেট এবং পলিথিন ব্যবহার করে কোনো জিনিস পএ কেনা কাটা করে বাড়িতে আনা নিষেধ।আর তোমারা
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বিদ্যালয়ে কোনো প্রকার চিপসের পেকেট কিংবা জলের বোতল পলিথিনে পন্য সামগ্রী নিয়ে আসা বন্ধ করতে হবে। প্লাষ্ঠীক ব্যবহারে ফলে তার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পৃথিবীর জৈব বৈচিত্র্যময় প্রানী ও পাখীদের ভার সাম্য ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যু বরন করছে।নদীনালা খাল বিল পুকুরে এমনকি নালার ড্রেনে সমুদ্র জলে আটকে ফুলে ফেঁফে বাধা প্রাপ্ত হয়ে বন্যা সৃষ্টি করে।কৃষি কাজের জমিতে প্লাসটিক আটকে চাষ বাসের মারাত্মক ক্ষতি করে।সে জন্য আমাদের সরকার ২রা অক্টোবর মাহাত্মাগান্ধির
জন্ম দিনের দিনে ২০১৯ সালে ঘোষনা করেন যে ২০২২ সালে আমাদের দেশ হবে প্লাষ্ঠীক জোন। পরিশেষে ছাএ ছাএীদের কে বলেন এই সব বিষয়ে তোমরা বাড়ীতে গিয়ে সকলের সঙ্গে আলোচনা করবে তাহলেই প্লাসষ্ঠীক মুক্ত ভারত গড়া সম্ভব হবে।
0 মন্তব্যসমূহ