শিক্ষা মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো পুুটিয়া পশ্চিমপাড়া এস বি স্কুলের দ্বিতল ভবন-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা

৫ সেপ্টেম্বর

সোমবার

বক্সনগর প্রতিনিধিঃ বুধবার দুপুর এক ঘটিকার সময় বক্সনগর ব্লক অধীনস্থ পুটিয়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়া পাড়ায় পুরাতন এস বি স্কুল সংলগ্ন নতুন এস বি স্কুলের দ্বিতল বিশিষ্ট নতুন স্কুল ভবন উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।

৫৭ লক্ষ ১৬ হাজার ৭৪ টাকা বাজেটে পুটিয়া এস বি স্কুলের দ্বিতল ভবনটি নির্মিত হয়।দ্বিতল ভবনটির দারোদঘটন করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ।এই নবনির্মিত দ্বিতল স্কুল ভবন তৈরি করতে ব্যয় হয় প্রায় ৫৭ লক্ষ ১৬ হাজার ৭৪ টাকা।এই অনুষ্ঠানের মধ্যে মন্ত্রীর সঙ্গে ছিলেন ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান জসীমউদ্দীন, বক্সনগর ব্লক ভিডিও শান্তনু বিকাশ দাস,বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় সরকার,বিশিষ্ট সমাজসেবীক দেবব্রত ভট্টাচার্য,বক্সনগর পঞ্চায়েত সমিতির এডুকেশন এন্ড স্টেন্ডিং কমিটির চেয়ারম্যান সুভাষচন্দ্র সাহা,সিপাহীজলা জেলার শিক্ষা অধিদকর্তা হাবুল লোধ,বক্সনগর আইএস অফিসার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরেন মন্ত্রী রতনলাল নাথ।ত্রিপুরার রাজ্য শিক্ষার সব রাজ্যকে ছাড়িয়ে প্রথম স্থানে পৌঁছেছে।তিনি বলেন রাজ্য সাড়ে চার বছরের সরকারের শিক্ষার দিক থেকে বিপুল পরিবর্তন ঘটেছে। তিনি বলেন রাজ্য সরকার নারী শিক্ষার প্রতিও যথেষ্ট সহানুভূতি ছিল।আজকে প্রায় অর্ধ 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

কোটি টাকা বেয়ে এই নতুন স্কুল ভবনটি তৈরি করা হয়।তিনি আরো বলেন সংখ্যালঘু অংশের মানুষ যাতে শিক্ষার প্রতি অগ্রসর হয় সেটুকু সরকার নজর রাখছে। বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী অংশের ছাত্র-ছাত্রীদের জন্য মাদ্রাসা শিক্ষা থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের জন্য নিবাস তৈরি করে দিচ্ছেন সরকার।পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষরা যাতে তাদের ধর্মীয় পরস্পর সহ নানাবিধ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য বক্সনাগরে করে ২ কোটি টাকা বে মাদ্রাসা ভবন নির্মাণের পরিকল্পনা বাস্তবিত করেছে সরকার।তিনি আরো বলেন মুসলিমদের রীতি অনুসারেও বলা হয়েছে 

ধনী-গরীব এবং সর্ব লোকদের নিয়ে একত্রে বসবাস করতে হবে।ঠিক বিজেপি সরকারেরও একই স্লোগান সবকা সাথ সবকা বিকাশ।এই সূত্র ধরেই সরকার নির্বিচারে কাজ করে যাচ্ছে।তবে এদিন নতুন দ্বিতল ভবন পেয়ে পুটিয়াবাসীর ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে চরম আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu