জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ে ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক দের ডেপুটেশন প্রদান-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা

২ সেপ্টেম্বর

শুক্রবার

ধর্মনগর প্রতিনিধিঃ আজ শুক্রবার দুপুর ১২ টা থেকে ৩ পর্যন্ত  ধর্মনগর স্থিত উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ে  জেলা শিক্ষা আধিকারিক সুদীপ নাথ মহোদয়ের নিকট চাকুরী চ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকা এক ডেপুটেশনে মিলিত হন। 

১০৩২৩ এর এক প্রতিনিধি দল জেলা শিক্ষা আধিকারিকের নিকট ডেপুটেশনে প্রধান করেন, উক্ত ডেপুটেশনে প্রধান নেতৃত্ব দেন বিজয় সাহা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা গণ।আজকের এই ডেপুটেশনের মূল উদ্দেশ্য ছিল  ১০৩২৩ শিক্ষক শিক্ষিকা গণ গত ১২ তারিখ থেকে বিদ্যালয় চলো অভিযান করার ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হন, শিক্ষক-শিক্ষিকারা যখন 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বিদ্যালয়ে জয়েন করতে যাচ্ছিলেন তখন তাদের বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে একটি মেসেজ দেখানো হয়, এবং বলা হয় এই মেসেজের জন্য তাদের জয়েন করানো যাবে না , মূলত এই কারণে আজকে ১০৩২৩ শিক্ষক শিক্ষিকা দের এক প্রতিনিধি দল জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ে এসে ডেপুটেশন প্রদান করেন, জেলা শিক্ষা আধিকারিক সুদীপ নাথ দীর্ঘক্ষণ তাদের সঙ্গে আলোচনা করেন এবং আশ্বাস দেন যে, ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে 

যদি কেউ বিদ্যালয়ে জয়েন করার কাগজ জমা দেন তখন বিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই কাগজ জমা রাখবেন এবং এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই অবগত করাবেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের প্রতিনিধি দল অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে ও আলোচনা করেন জেলা শিক্ষা আধিকারিকের সঙ্গে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu