সোনামুড়ায় শারদীয়া উৎসব উপলক্ষ্যে প্রশাসনের তরফে সভা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২১ সেপ্টেম্বর

বুধবার

বক্সনগর প্রতিনিধিঃ আসন্ন শারদ উৎসবকে কেন্দ্র করে সুনামুরা নগর পঞ্চায়েত এলাকার বিভিন্ন ক্লাব এবং পুজো কমিটিগুলির সদস্যদের নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় 

সুনামুরা টাউনহলের কনফারেন্স হলে। সোনামুড়া নাগর পঞ্চায়েত এবং সোনামুরা থানার যৌথ উদ্যোগে আয়োজিত এদিনের আলোচনা সভায় নগর পঞ্চায়েত এলাকার শারদীয় দুর্গোৎসব যাতে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে এবং সুশৃংঙ্খলভাবে উপভোগ করতে পারে তার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে । পূজার আগে থেকেই শহরের প্রবেশ মুখে ব্যারিকেডের ব্যবস্থা করা হবে প্রশাসনের তরফ থেকে থাকবে পুলিশ পেট্রোলিংয়ের এবং এন্ড ফোর্সমেন্টের ব্যবস্থাও। তবে সেক্ষেত্র 

মহাকুমা পুলিশ আধিকারিক বনুজ বিপ্লব দাস সকল পুজোর ভক্তদের অবগত করেন যাতে করে নিজেরা সহযোগী হয়ে পুজোকে শান্তিপূর্ণভাবে উপভোগ করার ব্যবস্থা করেন প্রশাসনের সঙ্গে । পাশাপাশি তিনি বলেন এন্ডফোর্সমেন্ট চলাকালীন সময়তে ধৃত যানবাহন গুলোকে ছাড়িয়ে নিতে যেন কোন বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রশাসনকে অনুরোধ না করেন। তাই তিনি সকলের নিকট সুষ্ঠুভাবে পূজা উদযাপন এবং উপভোগ করার আহ্বান রাখেন। 

এদিনের প্রশাসনিক শিবিরে উপস্থিত ছিলেন সোনামুরা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী, সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক বনুজ বিপ্লব দাস, সোনামুড়া থানার ওসি মানিক লাল দেবনাথ সহ অগ্নিনির্বাপক, বিদ্যুৎ ইত্যাদি দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন ক্লাব এবং সদস‍্য সহ কর্মকর্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu