সবুজ ত্রিপুরা
৫ আগস্ট
শুক্রবার
উদয়পুর প্রতিনিধিঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুল্য আলম মিয়া নামে এক যুবক ।
ঘটনা মহারানী হঠাৎ চৌহমুনী এলাকায় । জানা যায় , আজ থেকে গত কয়েক বছর আগে আলম মিয়া এক মহিলার সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে । তার মাঝে একটি বাচ্চা সন্তানকেও এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তুলেন নির্যাতিতা মহিলা । পরবর্তী সময় বিয়ে না করে দূরত্ব বজায় রাখতে শুরু করে আলম মিয়া । কিন্তু তার মাঝে আলমের স্ত্রী সহ আলম মিয়া নিজে সেই মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার চালায় মহিলার উপর । এই ঘটনা আর সহ্য করতে না পেরে বৃহস্পতিবার বিকেলে উদয়পুর মহিলা
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
থানায় মামলা দায়ের করা হয় আলম মিয়ার নামে । ভালোবাসার সম্পর্ক শারীরিক সম্পর্কের পর একেবারেই ভেঙে যায় । আর বর্তমানে ন্যায্য বিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছে নির্যাতিতা মহিলা ।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীন হঠাৎ চৌহমুনী বাজার এলাকায় । এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মহারানী এলাকায়।
0 মন্তব্যসমূহ