সবুজ ত্রিপুরা
৫ আগস্ট
শুক্রবার
কদমতলা প্রতিনিধিঃ দ্রুতগতির ডাম্পারের ধাক্কায় গুরুতর যখম এক বাইক আরোহী। সঙ্গে সঙ্গে ঘাতক লরিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
গুরুতর এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে চুরাইবাড়ি থানাধীন কদমতলা-চুরাইবাড়ি মূল সড়কের মাতা বিশ্বেশ্বরী সেবাশ্রমের পাশে। রাত আনুমানিক দেড়টা নাগাদ সেলটেক্স এলাকায় নিজের দোকান থেকে TR05-5568 নম্বরের বাইকে চেপে কদমতলার উদ্দেশ্যে বাড়ি ফিরছিলেন বিকাশ দাস নামের ওই বাইক আরোহী। তখন পেছন থেকে ওভারটেক করে বাঁক নিতে গিয়ে ডাম্পারের পেছন দিয়ে ধাক্কা মেরে পালিয়ে যায় ডাম্পার গাড়িটি। সঙ্গে সঙ্গে বাইকা আরোহী বিকাশ দাস
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
মূল সড়ক থেকে দশ মিটার দূরে মাটিতে লুটিয়ে পড়ে। তার বা হাতটি ভেঙ্গে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনরা এসে গুরুতর আহত বিকাশকে কদমতলা গ্ৰামীন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে সেখান থেকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।এদিকে দুর্ঘটনাকারী ডাম্পার গাড়িটি পালিয়ে গেলেও পুলিশ তার খুঁজে তদন্ত জারি রেখেছে। এমনিতেই চুরাইবাড়ি এলাকায় ডাম্পার গাড়ির বাড়বাড়ন্তে
সাধারণ পথচারীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। তাদের গতির কাছে হার মানতে হয়, পথচারী থেকে অন্যান্য সব ধরনের ছোট গাড়িকে। এই দুর্ঘটনা থেকে দাবি উঠছে দ্রুতগামী ডাম্পার গাড়ির বিরুদ্ধে পুলিশ এখনই যাতে কঠোর হস্তে পদক্ষেপ গ্রহণ করে ।
0 মন্তব্যসমূহ