দুই শ্রমিক সংগঠনের মধ্যে দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এলো তেলিয়ামুড়ায়-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৯ আগস্ট

সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ দুই শ্রমিক সংগঠনের মধ্যে দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এলো তেলিয়ামুড়ায়। BJMC করায় এক অটো শ্রমিককে অটো চালাতে বাধা দান করার অভিযোগ। ঘটনা, 

তেলিয়ামুড়া খোয়াই চৌমুহনী এলাকায় রবিবার।জানা যায়, BJMC করার অপরাধে তেলিয়ামুড়া থেকে কল্যানপুর রোডের এক অটো চালক জয়ন্ত সরকার নিজ অটো নিয়ে রাস্তায় বের হতেই তাকে অটো চালাতে বারণ করে। এমনকি খোয়াই চৌমুহনি এলাকায় তেলিয়ামুড়া থেকে কল্যানপুরের অটো সিন্ডিকেটে এসে BJMC সংগঠনের সদস্য অটো চালক জয়ন্ত সরকারকে রাস্তায় অটো নিয়ে বের না হওয়ার হুঁশিয়ার দেয় BMS নেতা দীপঙ্কর বর্মণ সহ গুটি কয়েক BMS কর্মী। এই খবর শুনে BJMC শ্রমিক সংগঠনের নেতৃত্বরা খোয়াই চৌমুহনিতে ছুটে যায় এবং BJMC -র নেতৃত্ব নিরঞ্জন দেবনাথ অভিযোগ করেন ওই অটো চালক অজয় সরকার BJMC শ্রমিক সংগঠন করায় তাকে মূলত অটো চালাতে বাধা দান করছে BMS -এর হাতেগোনা কয়েকজন কর্মী। রবিবার এমনই ঘটনা ঘটে তেলিয়ামুড়া থানাধীন খোয়াই চৌমুহনি এলাকায়। BJMC র তরফে অভিযোগ করা হয়, ‘খোয়াই ত্রিপুরা অটো রিকশা শ্রমিক সংঘ’ 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

নামের যে সংগঠন তেলিয়ামড়ায় BMS এর নাম ভাঙ্গিয়ে কাজ করছে, আসলে  ‘খোয়াই ত্রিপুরা অটো রিকশা শ্রমিক সংঘ’ কে BMS কোন প্রকারের অনুমোদন দেয়নি। অপরদিকে, BMS সংগঠনের সদস্য দীপঙ্কর বর্মন তথা যার বিরুদ্ধে অটো চালক কে বাধা দান করার অভিযোগ উঠেছে সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করে। এবং তিনি জানান,, অটো চালক অজয় সরকার BMS সংগঠনে ভর্তি হবে বলে গতকাল উনার সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু ওই অটোচালক গোটা দিন পেরিয়ে গেল তার সঙ্গে দেখা করেনি। 

এই বিষয় সম্পর্কে খোঁজখবর নিতেই মূলত দীপঙ্কর বর্মন খোয়াই চৌমুহনি অটো সিন্ডিকেটে গিয়েছিল রবিবার। এদিন খোয়াই চৌমুহনি অটো সিন্ডিকেটে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে খানিকের জন্য ক্ষুভের পরিবেশ সৃষ্টি হয় অটো চালকদের মধ্যে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu