বি.এস.এফ সেক্টর হেডকোয়ার্টারের ৮০নং বাহিনীর উদ্যোগ তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় থেকে এক ম্যারাথন তিরঙ্গা রেলী অনুষ্ঠিত-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা

১৩ আগস্ট

শনিবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ আজাদী কা অমৃত মহোৎসবের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশ ও রাজ্য ব্যাপী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

সেই সঙ্গে বাদ যায়নি তেলিয়ামুড়া মহকুমা'ও । শনিবার সকালে তেলিয়ামুড়ার খাসিয়ামঙ্গল বি.এস.এফ সেক্টর হেডকোয়ার্টারের ৮০নং বাহিনীর উদ্যোগ তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় থেকে এক ম্যারাথন তিরঙ্গা রেলী  অনুষ্ঠিত হয়। এদিনের এই রেলীটি মহাবিদ্যালয় থেকে শুরু করে তেলিয়ামুড়া অম্পি চৌমুনী হয়ে পুনরায় মহাবিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে বি.এস.এফ ৮০ নং বাহিনী ও মহাবিদ্যালয়ের পড়ুয়াদের যৌথ উদ্যোগে মহাবিদ্যালয় চত্বরে এক মনোজ্ঞ 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে বিভিন্ন বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়াদের নিয়ে মহাবিদ্যালয়ের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি.এস.এফ ৮০নং বাহিনীর  ডেপুটি কমান্ডেন্ড সতীজা ও  এস.এস.চাহাড় সহ তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মনোরঞ্জন দাস অপরদিকে, 

তেলিয়ামুড়া মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে আসাম রাইফেলস এবং বিদ্যালয়ের পড়ুয়াদের যৌথ উদ্যোগ এক তিরঙ্গা পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিনের এই তিরঙ্গা পদযাত্রাটি  তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় তেলিয়ামুড়া মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu