সবুজ ত্রিপুরা
১৩ আগস্ট
শনিবার
কদমতলা প্রতিনিধিঃ স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে কদমতলার ভাগীরথী ভিলেজ ফেডারেশনের মহিলাদের উদ্যোগে আয়োজন করা
হয় তিরঙ্গা যাত্রার। এদিন দুপুর ১২ ঘটিকায় নিজ অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয় তিরঙ্গা যাত্রা। গোটা কদমতলা এলাকা পরিক্রমা করে পুনরায় এসে শেষ হয় অফিস প্রাঙ্গনে। পরে স্থানীয় পুলিশ কর্মী ও
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
কদমতলা বাজার ব্যবসায়ীদের হাতে রাখি পরিয়ে রকসা বন্ধনের উৎসবটিও পালন করেন মহিলারা। এদিন তিরঙ্গা যাত্রা ও রাখি বন্ধন উৎসব পালন করার পর ফেডারেশনের সম্পাদিকা
জানান স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি ও আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে ছিল এদিনের তিরঙ্গা যাত্রা, কেননা আমরা ভারতবাসী এবং আমরা সবাই যেন দেশের সম্মান করি। এই বার্তাটুকু ত্রিপুরা বাসীর কাছে পৌঁছে দিতেই ছিল এদিনের এই তিরঙ্গা যাত্রা।
0 মন্তব্যসমূহ