কেন্দ্রীয় মন্ত্রীর তেলিয়ামুড়া সফরকে কেন্দ্র করে উচ্ছাস আমজনতার মধ্যে-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা

১৩ আগস্ট

শনিবার

পানিসাগর প্রতিনিধিঃ শনিবার তেলিয়ামুড়া সফরে এলেন ভারত সরকারের দক্ষতা বিষয়ক ও তথ্যপ্রযুক্তি দপ্তর সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। 

এই সফরের অঙ্গ হিসেবে শনিবার একগুচ্ছ কর্মসূচি সম্পাদন করেন কেন্দ্রীয় মন্ত্রী। শনিবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এক সুবিশাল বাইক রেলির মাধ্যমে তেলিয়ামুড়ার মূল প্রবেশদ্বার বলে পরিচিত হাওয়াইবাড়ি  এলাকা থেকে কেন্দ্রীয় মন্ত্রী'কে তেলিয়ামুড়া ডাক বাংলোতে নিয়ে আসা হয় স্থানীয় বিধায়িকার উপস্থিতিতে। সেখান থেকে এক তিরঙ্গা রেলির মাধ্যমে তেলিয়ামুড়া বাজারের বিভিন্ন ব্যাবসায়ীদের মধ্যে দেশের জাতীয় পতাকা বিতরণ করেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। পরবর্তীতে দুপুর দুইটা নাগাদ তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীনস্থ  আদর্শ গ্রাম পঞ্চায়েত বলে পরিচিত বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হয় অন্নদাতা কৃষক এবং স্ব-সহায়ক দলের মহিলাদের নিয়ে একমত বিনিময় সভা। এদিনের এই মতবিনিময় সভাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর সহ রাজ্য 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত, বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের গ্রামপ্রধান নির্মল সূত্রধর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর অন্নদাতা কৃষক এবং স্ব-সহায়ক দলের মহিলাদের সঙ্গে আলপচারিতা করেন এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা কৃষকেরা পাচ্ছেন কিনা সে বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। সভা শেষে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর সংবাদ  মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,,, তিনদিনের জেলা সফরে এসে বেশ আপ্লুত তিনি। তিনি বলেন,, ত্রিপুরাতে ডাবল ইঞ্জিনের সরকার চললেও তেলিয়ামুড়ায় চলছে কল্যাণী রায়ের নেতৃত্বে ত্রিপল ইঞ্জিনের  সরকার। এই সরকার ত্রিপুরার বিকাশ ও উন্নয়নের নিরিখে সর্বদা কাজ করে যাচ্ছে। সাংবাদিকের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন,,, সব সফরকে রাজনীতি কিংবা নির্বাচনের দৃষ্টি কোণে না দেখে প্রত্যেকদিন মানুষের কল্যাণ 

কাজ করা প্রয়োজন তা দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও মনে করেন। "সবকা সাথ - সবকা বিকাশ - সাবকা বিশ্বাস"প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সবসময় এই কথা বলেন, কিন্তু এটা কোন রাজনৈতিক মটো নয়, মানুষজন মনে করেন মানুষজনের ভালো, মানুষজনের কিছু পাওয়া শুধুমাত্র বিজেপি  সরকারই দিতে পারবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu