কেক কেটে ফাউন্ডেশনের বর্ষপূর্তি পালন-Sabuj Tripura

 


 সবুজ ত্রিপুরা

১৩ আগস্ট

শনিবার

উদয়পুর প্রতিনিধিঃ নব দিগন্ত ওয়েলফেয়ার সোসাইটি ও সেরিন এবং সোবার ফাউন্ডেশনের এক বছর পূর্তি উপলক্ষ্যে কেক কেটে ফাউন্ডেশনের বর্ষপূর্তি পালন করা হয় । 

ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রসেনজিৎ বণিক , কাকড়াবন থানার পুলিশ অফিসার , শালগড়া পঞ্চায়েতের প্রধান ঠাকুর দাস সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন । গোমতী জেলার বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ড্রাগস এডিক্টেড হয়ে আক্রান্ত হচ্ছে বর্তমান যুবসমাজ । ড্রাগস এডিক্টেড আক্রান্ত হওয়া এবার তাদেরকে একটি 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সামাজিক সংস্থা সামনের দিক থেকে এগিয়ে এসে ড্রাগ এডিক্টেড যুবকদের ভালো করে তোলার জন্য সামাজিক সংস্থা থেকে বিভিন্নভাবে প্রশিক্ষণ ও ভালো শিক্ষা গ্রহণ করার সুবিধা করে দেওয়া হয় । সংস্থার চেয়ারম্যান আবেদন 

রাখেন রাজ্য সরকার যেন আরও বেশি করে সামনের দিক থেকে এগিয়ে এসে নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার জন্য আরো বেশি করে ভূমিকা যেন গ্রহণ করে তার আবেদন রাখেন অতিথিবৃন্দদের সামনে। এদিন এ ফাউন্ডেশন ডে লোকসমাগমের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu