বিঘ্নিত একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের পঠন পাঠনের পরিকাঠামো-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২৩ আগস্ট

মঙ্গলবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বিঘ্নিত একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের পঠন পাঠনের পরিকাঠামো। বিদ্যালয়ের পরিকাঠামোগত মান উন্নয়নে কোন উদ্যোগ নেই বিদ্যালয় পরিদর্শকের। এমনই এক 

ঘটনার বাস্তবচিত্র পাওয়া গেল তেলিয়ামুড়ার চাকমাঘাট বাজার কলোনী ইংরেজি মাধ্যম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে।জানা যায়, ২০০৬ সালে তেলিয়ামুড়া বিদ্যালয়ের পরিদর্শকের অধীনে ‘চাকমাঘাট বাজার কলোনী ইংরেজি মাধ্যম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টি’ স্থাপন করা হয় চাকমাঘাট এলাকায়। কিন্তু বর্তমানে এই বিদ্যালয়টিতে পরিকাঠামগত বেহাল অবস্থার মধ্যে কোমলমতি ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে এসে পঠন-পাঠন করতে হচ্ছে। এই বিদ্যালয়টিতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ছাত্রছাত্রী সংখ্যা ৪১ জন। আর এই পাঁচটি শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পাঠদানের জন্য বিদ্যালয়ে শিক্ষক রয়েছে মাত্র ২ জন। তারমধ্যে একজন শিক্ষক অধিকাংশ সময় বিদ্যালয় বহির্ভূত বিভিন্ন সরকারি কাজে নিযুক্ত থাকেন। বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার ফলে মাত্র ১ জন শিক্ষিকাকে পাঁচটি শ্রেণির ছাত্র-ছাত্রীদের একসঙ্গে 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বসিয়ে পাঠদান করাতে হচ্ছে। মঙ্গলবার, বিদ্যালয়ে গিয়ে এমনই দৃশ্য প্রত্যক্ষ করা গেল। বিদ্যালয় বিল্ডিং -এর চতুর্দিকে মাটি ধ্বসে পড়ে বিদ্যালয় বিল্ডিং -এর নিচের অংশ মাটির নিচে চাপা পরে গেছে। তাছাড়া, বিদ্যালয় -এর প্রত্যেকটি শ্রেণি কক্ষ জল - মাটিতে কাদাময় হয়ে থাকায় বিদ্যালয়ে পাঠ গ্রহণ করতে আসা ছাত্র-ছাত্রীদের মেঝেতে বসে ক্লাস করতে হচ্ছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ গুলি জল - মাটিতে কাদাময় হয়ে থাকায় নষ্ট হচ্ছে শ্রেণিকক্ষে থাকা বেঞ্চ সহ বিদ্যালয়ের বিভিন্ন সামগ্রী। কিন্তু এই বিষয়গুলি সম্পর্কে বিদ্যালয় পরিদর্শক সম্পূর্ণ অবগত থাকার সত্বেও কোন এক অজ্ঞাত কারণে শীতঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক। এমনটাই অভিযোগ ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক মহলের। এ বিষয় যখন বিদ্যালয়ের শিক্ষিকা কল্পনা জমাতিয়ার জানতে চাওয়া হয় তখন তিনি সাংবাদিকদের ক্যামেরার সামনে অকপটে বিদ্যালয়ের সমস্যা গুলি স্বীকার করেন। তিনি এও জানান তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক খুদ বিদ্যালয়ে এসে বিদ্যালয়ের পরিকাঠামোর এই বেহাল অবস্থা প্রত্যক্ষ করে গেছেন। 

কিন্তু এখনো বিদ্যালয়ের পরিকাঠামোগত মান উন্নয়নে কোন উদ্যোগ নেই বিদ্যালয়ের পরিদর্শকের। এখন দেখার বিষয় সংবাদ সম্প্রচার পর কবে নাগাদ এই ইংরেজি মাধ্যম বিদ্যালয়টির পরিকাঠামগত মান উন্নয়নে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট দপ্তর।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu