পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে (আসামের)করিমগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ আটক এক পাচারকারী-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৭ আগস্ট

শানিবার

কদমতলা প্রতিনিধিঃ গোপন সুত্রের ভিত্তিতে নেশা বিরোধী অভিযান চালিয়ে আবার ও সাফল্য পেলো (আসামের) করিমগঞ্জ সদর থানার পুলিশ।

প্রাপ্ত বিবরণে জানা গেছে শুক্রবার দিন দুপুরে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ ও করিমগঞ্জ সদর থানার পুলিশের একটি দল যৌথ ভাবে অভিযান চালিয়ে সীমান্ত শহরের ভারত বাংলা সীমান্তের বিসর্জন ঘাট এলাকায় থেকে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট সমেত বিলাল উদ্দিন নামের এক পাচারকারীকে আটক করতে 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ক্ষম হয়।ধৃতের বাড়ি পাথারকান্দি থানাধীন সোনাতুলা এলাকায়।উক্ত অভিযানে ধৃত ব্যক্তির কাছ থেকে পুলিশ দশ প‌্যাকেটে তিন`শ ত্রিশ গ্রাম ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

ধৃ‌তের বিরু‌দ্ধে এম ডি পি এস ধারায় মামলা নিয়ে টানা জিজ্ঞাসাবাদ কর‌ছে সদর পু‌লিশ।জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন সদর থানার পুলিশ। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu