সাত-সকালে দরজা জানালা বন্ধ অবস্থায় পুকুরে গাড়ি উল্টে পড়ে থাকতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৭ আগস্ট

শানিবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ সাত-সকালে দরজা জানালা বন্ধ অবস্থায় পুকুরে গাড়ি উল্টে পড়ে থাকতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন চামপ্লাই এলাকায় শনিবার সকালে। 

জানা যায়, শনিবার সকাল নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন চামপ্লাই এলাকায় একটি পুকুরে এলাকার লোকজন প্রত্যক্ষ করতে পারে দরজা জানালা বন্ধ অবস্থায় পুকুরে উল্টে পরে রয়েছে একটি বোলেরো ট্রাক গাড়ি। আচমকাই সাত - সকালে বন্ধ অবস্থায় পুকুরে গাড়ি পড়ে থাকতে দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুকুরে পড়ে থাকা ওই গাড়িটির 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

নম্বর TR 06 B 1570। গাড়ির আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় এলাকার লোকজন খবর দেয় মুঙ্গিয়াকামী থানার পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে আসে ঘটনাস্থলে এবং গাড়িটির চালকের কেবিনে তল্লাশি চালিয়ে প্রত্যক্ষ করতে 

পারে গাড়িটিতে কেউ নেই। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শুক্রবার রাতের অন্ধকারে রাস্তা দিয়ে যাতায়াত করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পুকুরে পড়ে যায়। বর্তমানে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে মুঙ্গিয়াকামী থানার পুলিশ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu