ড্রাগস কারবারে অভিযুক্ত স্হানীয় এক মহিলা সহ এক খদ্দেরকে পাকরাও-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৩০ আগস্ট

মঙ্গলবার

পানিসাগর প্রতিনিধিঃ  ২৯ শে আগষ্ট উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পশ্চিম পদ্মবিল তিন নং ওয়ার্ড এলাকার জনগন ড্রাগস কারবারে অভিযুক্ত স্হানীয় এক মহিলা সহ এক খদ্দেরকে পাকরাও 

করে পানিসাগর থানার পুলিশের হাতে তোলে দেয়।ঘটনার বিবরনে যানা যায় যে,পশ্চিম পদ্মবিল এলাকার বাসিন্দা আবদুল জলিলের কন্যা রুসনা বেগম কে বিগত প্রায় পাঁচ বৎসর পুর্বে ঊনকোটি জেলার কৈলাশহর সপরি কান্ধির বাসিন্দা পেষায় গাড়ি চালক ইমরান হুসেইনের সাথে বিবাহ দেয়।কিন্ত গাড়ি চালক ইমরান গাড়ি চালানোর পাশাপাশি ড্রাগস কারবারে জরিয়ে পড়ে।এরই ফলশ্রুতিতে বিগত চার বৎসর পুর্বে ড্রাগস সমেত পাকরাও হয়ে এন,ডি,পি,এস,মামলায় বিচারাধীন রয়েছে।ইমরানের স্ত্রী রুসনা জানায় ওর স্বামী নাকি ওকে এক প্রকারের জোর করে ড্রাগস সেবন করাতো।এতে করে রুসনা ড্রাগস এডিকটেড হয়ে পড়ে। এমতাবস্থায় সে নিজে ড্রাগস সেবনের পাশাপাশি ড্রাগস কারবারে হাত বাড়িয়ে দেয়।বিগত প্রায় দেড় মাস পুর্বে স্বামী ইমরান ও রুসনার মধ্যে পারিবারিক কলহকে কেন্দ্র করে রুসনা রাগ করে চলে আসে পশ্চিম পদ্মবিল স্থিত বাবার বাড়িতে।বাবার বাড়িতে এসেও রুসনা ড্রাগস কারবারকে ভুলতে পারেনি।

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

রুসনার এই ধরনের অবৈধ কার্যকলাপ স্থানীয় এলাকার লোকজন মেনে নিতে পারে নি।তাই বার কয়েক তাকে নিষেধ করা সত্বেও রুসনা কাউকে পাওা না দিয়ে বরং ব্যাবসার মাএা আরও বাড়িয়ে দেয়।আজ দুপুরে উপ্তাখালি চারুপাশার দুই নং ওয়ার্ডে বাসিন্দা সন্তোষ শর্মার ২৪ বর্ষিয়া গাড়ি চালক পুএ চন্দন শর্মা রুসনার কাছ থেকে ড্রাগস কিনতে গেলে এলাকাবাসীরা সংঘবদ্ধ হয়ে তাদের জোর জিজ্ঞাসাবাদ করে উভয়ের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়াতে রুসনার বাড়ি থেকে একটা খালি ড্রাগসের বক্স উদ্ধার করে।স্থানীয় এলাকা বাসীরা অভিযোগ করেন যে,এলাকাবাসীদের হানার আচ পেয়ে রুসনা তড়িঘড়ি ড্রাগস গুলিকে আড়াল করলেও খালি বাক্সটি সরাতে পারেনি।তাই হাতে নাতে পাকরাও করেও ড্রাগস সমেত পাকরাও করা সম্ভব হয়নি।

তবে পুলিশি জিজ্ঞাসাবাদে রুসনা ড্রাগস কারবারের কথা স্বীকার না করলেও খদ্দের চন্দন অকপটে সব সত্য ফাঁস করে দেয়। এই নিয়ে পানিসাগর থানা এন,ডি,পি,এস,ধারায় মামলা নিয়ে তদন্ত কার্য অব্যাহত রেখেছে।জানা গেছে ধৃত দুজনকে আগামী কাল ধর্মনগর সি,জে,এম,আদালতে সোপর্দ করা হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu