সবুজ ত্রিপুরা
৩০ আগস্ট
মঙ্গলবার
পানিসাগর প্রতিনিধিঃ ২৯ শে আগষ্ট উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত দামছড়া বড়ইতল এলাকায় জ্বলাবাসা দামছড়া প্রধান সরকের ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া
ভয়াবহ যান দূর্ঘটনা।দূর্ঘটনা স্হলেই মৃত্যু এক মহিলার।ঘটনার বিবরনে যানা যায় যে,দানছড়া থেকে টি,আর,০৫ ই,০৭৩৪ নম্বরের অল্ট্রো গাড়িটি জ্বলাবাসা অভিমুখে আসতে গিয়ে বিপরিত দিক থেকে আসা টি,আর,০৫ ২৪১২ নম্বরের একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় দাম ছড়া পুর্ত দপ্তরের অবসর প্রাপ্ত কর্মী বকুল রুপিনীর ৬৫ বর্ষিয়া স্ত্রী সোনামুখি রুপিনী।দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্হলে পৌছায় দামছড়া থানার পুলিশ।যানা গেছে অল্ট্রোটিতে থাকা চাকল সহ চার জন অক্ষত অবস্হায় থাকলেও অটোরিক্সাতে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
থাকা চালক সহ এক মহিলা সহ তিনজনের এক জন মৃত্যু হয় এবং বাকি দুজনও আহত হয়।ঘটনার পরপরই মৃত মহিলাকে নিয়ে যাওয়া হয় দামছড়া প্রাথমিক স্বাস্হ্য কেন্দ্রে।অভিশপ্ত গাড়ি দুটিকে দামছড়া থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে আসে।দূর্ঘটনার পর অল্ট্রো গাড়ির চালক জ্বলাবাসার কুন্জনগরের
পাথরটিলা এলাকায় বাসিন্দা অমল নাথকে দূর্ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয় দামছড়া থানায়।আইনিগত জটিলতার দরুন মৃতদেহ ময়না তদন্তের জন্য পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসাহয়।ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তোলে দেওয়া হয়।এই নিয়ে গোটা মহকুমা জোরে শোকের ছায়া নেমে আসে।
0 মন্তব্যসমূহ