সবুজ ত্রিপুরা
৩০ আগস্ট
মঙ্গলবার
কদমতলা প্রতিনিধিঃ হিন্দু যুবতীকে প্রেমের জ্বালে ফাঁসিয়ে শেষে গাড়িতে তুলে নিয়ে ইন্দো-বাংলা সীমান্তের দলগ্রামে দলবদ্ধ ভাবে গণধর্ষণ করল বেশকটি ভিনধর্মী যুবক।এ ঘটনায় ব্যাপক উত্তেজনা
বিরাজ করছে গোটা এলাকা জুড়ে।ঘটনার খবর পেয়ে তদন্তে নেমে ধর্ষিতা যুবতীটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে পুলিশ।পরবর্তিতে পৃথক পৃথক অভিযানে নেমে এ কান্ডে জড়িত থাকার দায় তিন যুবককে আটক করেছে স্থানীয় পুলিশ।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
তবে এ কান্ডে আরেক অভিযুক্ত এখনও পলাতক।এ ঘটনার সুষ্ট তদন্ত সহ এতে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মাঠে নেমেছেন বিশ্বহিন্দু পরিষদের কর্মকর্তা সহ দক্ষিণ করিমগঞ্জ ব্লক মণ্ডল বিজেপির কর্মীরা।জানা গেছে শনিবার গভীর রাতে এই ন্যাক্কারজনক ঘটনাটি সংঘটিত হয় নিলামবাজারের দলগ্রামে।পরে যুবতীটিকে বাংলাদেশে
পাচারের পথে উদ্ধার করে পুলিশ।শেষে ধর্ষিতার জবান বন্দিতে তদন্তে নেমে উক্ত রাতে ওসি দীপজ্যোতি মালাকার তিন জনকে আটক করেন।সোমবার ধৃতদের আদালতে প্রেরণ করা হলে তাদের ঠাঁই হয় জেল হাজতে।এই ঘটনার নেপথ্যে লাভ জিহাদ সংক্রান্ত কারন জড়িয়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
0 মন্তব্যসমূহ