জা‌তিয় ক্রীড়া দিব‌সে ম‌হিলা প্রী‌তি ফুটব‌লে বা‌জিমাত করল ছাগল‌মোহা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৩০ আগস্ট

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ২৯ আগষ্ট সোমবার ক্রীড়া ভারতী লোয়াইরপোয়া খন্ডের উদ্যোগে ও বাজারিছড়ার সানি ক্রীড়া সংস্থা নেতাজী সংঘ এবং ছাগলমোহা চালাই 

ইয়ুুথ ক্লাবের ব্যবস্থাপনায় একটি মহিলা প্রী‌তি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।গ্রামীণ ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছাগলমোহার লিলিবাজারস্থিত খেলার মাঠে এই মহিলা ফুটবল  খেলাটি অনুষ্ঠিত হয়।এতে অংশ গ্ৰহণ করে ছাগলমোহা মহিলা ফুটবল দল এবং সবড়ি মহিলা ফুটবল দল।নির্ধারিত সময়ের অনেক পরে খেলাটি শুরু হলেও দর্শকদের উপ‌স্থি‌তি ছিল চো‌খে পড়ার মত।নাইন এ সাইড ম্যাচের নির্ধারিত ত্রিশ মিনিটের খেলায় আক্রমণ প্রতি আক্রমণে টান টান উত্তেজনা পরিলক্ষিত হয়।তবে ছাগলমোহা ফুটবল দল শুরু থেকেই আগ্রাসী খেলা প্রদর্শন করে।কিন্তু নির্দিষ্ট সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকার পর্যন্ত।ট্রাইবেকারে ছাগলমোহা ফুটবল দল তিনটি গোল করে।বিপরীতে ছব‌ড়ি ফুটবল একটি মাত্র গোল করতে সক্ষম হয়।ফলে ম্যাচে বিজয়ীর খেতাব হাসিল করে নেয় ছাগলমোহা ফুটবল দল।খেলা শে‌ষে কানায় কানায় পরিপূর্ণ দর্শক‌দের উপ‌স্থি‌তি‌তে উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা।এ‌দি‌নের ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারী আব্দুল জামান সহ দুই সহযোগী। এর আ‌গে ম‌্যা‌চের শুরুতে হ‌কির জাদুকর 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতির সম্মুখে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করেন জেলা ক্রীড়া ভারতীর সাধারণ সম্পাদক সিদ্ধার্থশঙ্কর দে জেলা ক্রীড়া ভারতীর সহ সভাপতি অমিতাভ দে জেলা চা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মধুসূধন লোহার ক্রীড়া ভারতীর লোয়াইরপোয়া খন্ডের সভাপতি মাংলেম সিংহ কালাছড়া বাজার কমিটির সভাপতি অলক দে বাজা‌রিছড়া জি‌পি সভা‌নেত্রীর প্রতিনিধি সূচরীত পাল ক্রীড়া ভারতীর করিমগঞ্জ জেলা কমিটির কার্যকরী সদস্য মৃত্যুঞ্জয় নাথ জেলা কমিটির কোষাধ্যক্ষ সুদীপ রায় বাজারিছড়া লায়ন্স সেঞ্চুরিয়ান ক্লাবের সম্পাদক টিকেন্দ্রজিত সিংহ ওয়ার্ড সদস্য নির্মল বর্মন প্রমুখ।সিদ্ধার্থ বাবু নিজ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন হকির যাদুকর ধ্যানচাঁদের জন্মদিন উন‌ত্রিশে আগস্ট।এই দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়।তিনি ভার‌তের স্বাধীনতার পূর্ব থেকে নিজ ক্রীড়া প্রতিভার মাধ্যমে বিশ্বের কাছে ভারতের নাম উজ্বল করেছেন।সভায় নিজ বক্ত‌ব্যে অমিতাভ দে বলেন ক্রীড়া ভারতীর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে এভাবে ক্রীড়া প্রতিভা খোঁজে বের করে তাঁদের বিকশিত হবার সুযোগ করে দেওয়ার কাজ করা হচ্ছে।তি‌নি আরোও বলেন আজকের এই ম্যাচে যারা প্রদর্শন করেছেন তাঁদের আগামীদিনে ভালো প্রদর্শনের জন্য প্রশিক্ষণ সহ জেলা স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হবে।মাংলেম সিংহ 

এদিন ওই মহিলা দুটি দলকে খেলা ধুলার প্রয়োজনে সম্পূর্ণ সহযোগিতা করে যাবেন বলে আশ্বস্ত ক‌রেন।এদিন সানি ক্রীড়া সংস্থার পক্ষে একটি ফুটবল উপহার দেওয়া হয় ‌বিজয়ী দল‌কে।উক্ত ম্যাচে মেডিক্যাল টিমের দায়িত্ব পালন করেন অজয় নান ও মনোজ দাশগুপ্ত।তাছাড়া স্থানীয় চালাই ইয়ুুথ ক্লাবের সদস্য সহ স্থানীয়রা ম‌্যাচ‌টি সর্বাঙ্গসুন্দর ভা‌বে অনু‌ষ্টিত কর‌তে সা‌র্বিক সহযোগিতার হাত বা‌ড়ি‌য়ে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu