৩১ আগস্ট
বুধবার
ধর্মনগর প্রতিনিধিঃ রেট্রোপেরিটোনিয়াল সারকোমা-র সফল অস্ত্র পাচার করে চিকিৎসা জগতে নজির সৃষ্টি করলো ধর্মনগরের তক্ষশীলা নার্সিং হোম ।
প্রসঙ্গত ধর্মনগর কদমতলার বাসিন্দা পঞ্চাশ বর্ষিয়া জাহিরা খাতুন দীর্ঘদিন যাবত রেট্রোপেরিটোনিয়াল সারকোমা অর্থাৎ দেহের মেরুদণ্ডের পাশে কিডনির নিচে একটি টিউমারের কারনে শারীরিক ভাবে নানাহ সমস্যায় ভুগছিলেন। এর চিকিৎসার জন্য শিলচর গৌহাটি সহ বহু জায়গায় উনাকে নিয়ে উনার পরিবারের লোকেরা ছুটে গেছেন । কিন্তু কোন জায়গাতেই উনার এই অপারেশন করার বিষয়ে চিকিৎসক গন রাজি ছিলেন না । কেননা টিউমারটি দেহের এমন
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
এক জায়গায় বেরে উঠেছে যেখানে অপারেশন করলে রোগীর মৃত্যু হতে পারে বলেও চিকিৎসকেরা পরিবারের লোকেদের জানায় । অবশেষে রোগীর পরিবারের লোকেরা ধর্মনগর দিঘলবাক স্থিত তক্ষশীলা নার্সিংহোমের চিকিৎসক ডঃ তপন শর্মার সাথে যোগাযোগ করেন। ডঃ শর্মা গত ২৫ আগস্ট মহিলার পেটে সফল অস্ত্রপাচারের
মাধ্যমে চার কেজি ওজনের টিউমার বের করেন । ডঃ তপন শর্মা জানান দেহের খুব সংকট পূর্ণ স্থানে টিউমারটি ছিল । অপারেশন সফল হয়েছে। বর্তমানে মহিলা সুস্থ আছেন । মহিলার সফল অস্ত্র পাচারে তার পরিবারের লোকেরাও আনন্দিত।
0 মন্তব্যসমূহ