সবুজ ত্রিপুরা
২ আগস্ট
মঙ্গলবার
পানিসাগর প্রতিনিধিঃ উওর জেলার পানিসাগর থানাধীন দেওছড়া,তিলথৈ স্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির পরিচালনায়
তিলথৈ বাজার সেডে অনুষ্ঠিত হয় মেগা স্বাস্হ্য শিবির।এতে উপস্থিত ছিলেন শ্রীশ্রী রামকৃষ্ণ সেবা সমিতির সম্পাদক সুদিপ নাথ মহাশয়।এছাড়াও উপস্থিত ছিলেন সেবা সমিতির সভাপতি সজল দেব নাথ,
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডঃ শুভকরন চৌধুরী,বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ ডঃ দিলিপ কুমার দাস,বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডঃ রাহুল সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।শিবিরের শুরুতেই স্বামী বিবেকানন্দের পতিকৃতিতে পুস্পার্ঘ
নিবেদন করেন অনুষ্টানে উপবিষ্ঠ অতিথি বৃন্ধরা।উক্ত শিবিরে চিকিৎসা পরিষেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ এবং রক্ত পরীক্ষা করা হয়।উক্ত শিবিরে বিকেল পর্যন্ত প্রায় পাচ শতাধিক বিভিন্ন ধরনের রোগীরা চিকিৎসা পরিষেবা গ্রহন করেন।
0 মন্তব্যসমূহ