সবুজ ত্রিপুরা
২ আগস্ট
মঙ্গলবার
নিজেস্ব প্রতিনিধিঃ বঙ্গীয় সঙ্গীত পরিষদ আয়োজিত ২০২০-২০২১ ইং বর্ষের সর্বভারতীয় স্তরের ৫ম বর্ষ ও ৭ম বর্ষের পরীক্ষায় যেসমস্ত পরীক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রথম,দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার
করে স্বর্ণ,রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করেছে তারসাথে যারা প্রথম বিভাগ নিয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকে প্রতি বছরের ন্যায় এবারও সমাবর্তন উৎসব-২০২২,আগরতলার মুক্ত ধারা প্রেক্ষাগৃহ মঞ্চে পদক ও শংসাপত্র প্রদান করা হয়। এবছর ধর্মনগরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা থেকে ছাত্রছাত্রীরা কৃতিত্বের সহিত বেশ কয়েকটা পদক অর্জন করে নিয়েছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য পদক হচ্ছে ধর্মনগরের বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা "তমালিনীর ছায়া"-র ছাত্রী শ্রীমতী প্রেরণা দেবের রবীন্দ্র নৃত্য ৫ম বর্ষের "সঙ্গীত বিভাকর" শাস্ত্রীয় ও ক্রিয়াত্মক পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক অর্জন করা। বঙ্গীয় সঙ্গীত
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
পরিষদ আয়োজিত আবৃত্তি বিভাকর পরীক্ষায় শ্রুতিপুরম্ এর ছাত্র শ্রী সাগ্নিক পুরকায়স্থ সর্বভারতীয় ক্ষেত্রে দ্বিতীয় স্থান অর্জন করে। সাগ্নিক পুরকায়স্থ মধ্য নয়াপাড়া নিবাসী শ্রীযুক্ত শক্তিধর পুরকায়স্থ ও শ্রীমতী রুমি চক্রবর্তীর সুপুত্র। সাগ্নিকের আবৃত্তি গুরু আবৃত্তি রত্ন শ্রীমতী ইন্দ্রানী চক্রবর্ত্তী। সাগ্নিক নয় বছর ধরে শ্রুতিপুরম্ এ আবৃত্তি প্রশিক্ষণ নিচ্ছে। সাগ্নিকের ঠাকুরমা অবসরপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতী সন্ধ্যা ভট্টাচার্য্য এর প্রেরণায় ও তার হাত ধরেই শ্রুতিপুরম্ - এ আবৃত্তি শেখার শুরু।ঠাকুরদা শ্রদ্ধেয় নির্মল পুরকায়স্থও সংস্কৃতিপ্রেমী। অঙ্কনা শর্মা "ছন্দলহরী"-তে নৃত্যগুরু শ্রদ্ধেয়া কল্যানী দে মহোদয়ার তত্ত্বাবধানে নৃত্যশিক্ষা শুরু হয়, "ছন্দলহরী"-তে নৃত্যগুরু শ্রদ্ধেয়া কল্যানী দে মহোদয়ার তত্ত্বাবধানে নৃত্যশিক্ষা শুরু হয়, ২০২০-২১ বর্ষে ভরতনাট্যম নৃত্যোন বঙ্গীয় সঙ্গীত
পরিষদ-এর সঙ্গীত বিভাকর ( ৫ম বর্ষ ) পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে ২য় স্থান অধিকার করে । উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর এর মহকুমার এমন ফলাফলের জন্য গোটা ধর্মনগর সহ উত্তর ত্রিপুরায় এক খুশির বাতাবরণ পরিলক্ষিত করা যায় ।
0 মন্তব্যসমূহ