আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসি-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২৯ আগস্ট

সোমবার

পানিসাগর প্রতিনিধিঃ২৭ শে আগষ্ট উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত ডলুবাড়ি স্হিত আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসি।

ঘটনার বিবরনে যানা যায় যে,পানিসাগর মহকুমার অন্তর্গত ডলুবাড়ি এলাকায়  জনজাতি অধ্যুষিত চন্দ্র হালাম পাড়ায় পরিশ্রুত পানীয় জলের সরবরাহের বরাৎপ্রাপ্ত ঠিকেদার কতৃক পাইপ লাইনের কাজের গাফিলতিকে কেন্দ্র করে এলাকাবাসিদের মধ্যে উওেজনা সৃষ্টি হয়।স্থানীয় এলাকার লোকজন অভিযোগ করেন যে,পানীয় জলের পাইপ লাইন বসানোকে নিয়ে স্থানীয় 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

পঞ্চায়েত সচিবের সহায়তায় দ্রুত গতিতে কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে তিন দিনের সময় চেয়ে আজ অব্দি তিন দিন অতিবাহিত হলেও কর্তব্যরত ঠিকেদারের কোন হেল দুল নেই।জাতীয় সড়ক থেকে গ্রামের যাতায়াতের একমাএ রাস্তাটিতে পাইপ লাইন বসানোর নামে ড্রেইন করে আজ তিনদিন অতিবাহিত হলেও ঠিকেদার সংস্থার কোন হেলদুল নেই।বর্তমানে যাতায়াত করতে গিয়ে ড্রেন কাটার কারনে গ্রামরন এলাকার জনগনের ভীষন সমস্যার সৃষ্টি হচ্ছে।এমতাবস্থায় আজ বিকেলে এলাকাবাসীরা একএিত হয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে।প্রায় দুই ঘন্টা জাতীয় সড়ক অবরোধের ফলে উভয় পাশে শত শত গাড়ি আটকে পড়ে।রাস্তা অবরোধের খবর পেয়ে অবরোধ স্থলে পৌছায় পানিসাগর থানার পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহকুমা পুলিশ আধিকারিক সৌভিক দে মহাশয় পৌছায় ঘটনা স্হলে।

অবরোধ কারিদের সাথে কথা বলে পানিসাগর ডি,ডব্লিও,এস,দপ্তরের সাথে কথা বলে কর্তব্যরত ঠিকেদার কে এনে তড়িঘড়ি রাএিতেই ড্রেনটি বন্ধ করে অবরোধ কারিদের আশ্বস্ত করে এবং জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করে দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu